রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৪, তিনজনের অবস্থা আশঙ্কাজনক

টেক্সটাইল মিলে গ্যাস বিস্ফোরণ
টেক্সটাইল মিলে গ্যাস বিস্ফোরণ  © সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাজীপাড়া এলাকার মঞ্জু টেক্সটাইল মিলে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১ মে) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়েছেন মিলটির চারজন নিরাপত্তা কর্মী। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দগ্ধরা হলেন—আব্দুল হান্নান (৫০), কবির হোসেন (৪৫), সাইফুল ইসলাম (২৫) ও সাইফুল (২৮)। দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধ চারজনকে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসার পর সাইফুল (২৮)-কে ছেড়ে দেওয়া হয়। তার শরীরের ৩ শতাংশ পুড়ে যায়। অপর তিনজন—সাইফুল ইসলামের শরীরের ৪০ শতাংশ, হান্নানের ৩৪ শতাংশ এবং কবিরের ৫৩ শতাংশ পুড়ে গেছে। একই সঙ্গে তাদের শ্বাসনালীও দগ্ধ হয়েছে, ফলে আশঙ্কাজনক অবস্থায় তাদের ভর্তি রাখা হয়েছে।

দগ্ধ সাইফুল ইসলামের বাবা মো. ফারুক আহমেদ জানান, তার ছেলে মঞ্জু টেক্সটাইল মিলে অ্যাকাউন্ট অফিসার হিসেবে দেড় বছর ধরে কর্মরত। মে দিবসে অন্যান্য কারখানা বন্ধ থাকলেও মঞ্জু টেক্সটাইল খোলা ছিল। প্রতিদিনের মতোই সকালে কাজে যোগ দিতে গিয়ে দুর্ঘটনায় পড়েন সাইফুল।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, “পহেলা মে শ্রমিক দিবসে কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম বন্ধ থাকায় গ্যাসের চাপ বেড়ে যায়। অতিরিক্ত চাপে গ্যাস মিটারে বিস্ফোরণ ঘটে এবং সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে। এতে চারজন নিরাপত্তা কর্মী দগ্ধ হন।”

ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।


সর্বশেষ সংবাদ