মিরপুরে ঝুটের গুদামে আগুন

আগুন
আগুন  © প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরের একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ৭টার দিকে মিরপুর ১১ নম্বর সি ব্লকে এ আগুন লাগে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পাওয়ার পর তাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখনো আগুন পুরোপুরি নেভানোর কাজ চলছে।

ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা মো. শাহজাহান হোসেন জানান, এখনো আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

ঘটনাস্থলে স্থানীয় জনসাধারণ ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা গেছে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


সর্বশেষ সংবাদ