মধ্যরাতে চাঁদপুরে আগুনে পুড়ল ১১ দোকান

বহরিয়া বাজারে আগুন
বহরিয়া বাজারে আগুন  © ভিডিও থেকে নেওয়া

চাঁদপুর সদরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া বাজারে আগুনে ১১টি দোকান পুড়ে গেছে। শনিবার (১৯ এপ্রিল) রাত আড়াইটার সময় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী জানান, প্রথমে একজন সিএনজির ড্রাইভার বাজারে আগুন লাগার দৃশ্য দেখে। পরে মাইকিং করে এবং ফায়ার সার্ভিস খবর দেয়া হয়।

আগুনে খাবার হোটেল, স্বর্ণের দোকান, মাইক, ব্যাটারি দোকান ও টেইলার্সসহ প্রায় ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

চাঁদপুর দক্ষিণ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সামছুল আলম বলেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগেছে। এতে প্রায় ২০ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!