ব্যালট পেপার ছাপানো নিয়ে বিজি প্রেসের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ইসি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১০:২০ AM , আপডেট: ১০ এপ্রিল ২০২৫, ১০:২০ AM

আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ের (বিজি প্রেস) সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১৫ এপ্রিল) নির্বাচন ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
বুধবার (৯ এপ্রিল) ইসির উপসচিব রাশেদুল ইসলামের সই করা এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, বৈঠকে সভাপতিত্ব করবেন ইসির সচিব আখতার আহমেদ। এছাড়া মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত থাকবেন।
চিঠিতে বলা হয়েছে, আগামীতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন এবং অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের (ইউনিয়ন পরিষদ ব্যতীত) নির্বাচন উপলক্ষে বিভিন্ন ধরনের নির্বাচনী সামগ্রী মুদ্রণের সার্বিক প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণের বিষয়ে আগামী ১৫ এপ্রিল বেলা ১১টায় এক সভার আহ্বান করা হয়েছে (কক্ষ নং-৩১৪)। ওই সভায় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব সভাপতিত্ব করবেন।
সভার আলোচ্যসূচিতে রয়েছে—নির্বাচনী কাজে ব্যবহৃত কাগজপত্রের ক্রয়, সংগ্রহ ও সংরক্ষণ; মুদ্রণ কার্যক্রম শুরুর সম্ভাব্য সময় নির্ধারণ; জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার মুদ্রণের প্রস্তুতি; স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ ব্যতীত) নির্বাচনের ব্যালট পেপার মুদ্রণ পরিকল্পনা; সরবরাহ না হওয়া সামগ্রীর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও বিবিধ।
আগামী ডিসেম্বরে সংসদ নির্বাচনের লক্ষ্য নিয়ে সব প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। সাড়ে ১২ কোটির বেশি ভোটারের জন্য ব্যালট পেপার, বিভিন্ন ধরনের ফরম, প্রচারপত্র, আচরণবিধি, ম্যানুয়্যালসহ বিভিন্ন কাগজপত্র ছাপাতে হবে। এতে হাজার টনের মতো কাগজের প্রয়োজন পড়বে।