ডিসির বাংলোর গর্তে মিলল দ্বাদশ নির্বাচনের বিপুলসংখ্যক সিলমারা ব্যালট
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০২:২০ PM , আপডেট: ২৯ মার্চ ২০২৫, ০২:৩৫ PM

নাটোর জেলা প্রশাসকের (ডিসি) পুরোনো বাংলোর বাঁবাগানের গর্ত থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নাটোর-১ আসনের সিলমারা বিপুলসংখ্যক ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার (২৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কান্দিভিটুয়ায় জেলা প্রশাসকের পুরোনো বাংলোর বাঁশঝাড়ের নিচে মাটিতে পুঁতে রাখা ব্যালট পেপারগুলো উদ্ধার করা হয়। তবে বেশির ভাগ ব্যালট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নাটোর (লালপুর-বাগাতিপাড়া) আসনের।
এর আগে গতকাল বিকেলে ডিসির পুরোনো বাংলোর পুকুর থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। তবে এত পরিমাণে ব্যালট পেপার উদ্ধার নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিল পিকিং বিশ্ববিদ্যালয়
পুলিশ জানায়, দ্বিতীয় দিনের মতো ডিসির পুরোনো বাংলোর ভেতরের পুকুরে অস্ত্র উদ্ধার অভিযান চলছিল। এ সময় ব্যালট পেপারগুলো গোয়েন্দা সংস্থার সদস্যদের নজরে আসে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী বিপুল পরিমাণে ব্যালট পেপারগুলো উদ্ধার করে।
এ বিষয়ে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রাশেদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ব্যালট পেপারগুলো ট্রেজারিতে ছিল। এরপর উপজেলা পরিষদের নির্বাচনের সময় স্থান সংকুলানের কারণে এগুলো পুরোনো বাংলোতে রাখা হয়। সেখান থেকে কে বা কারা এই ব্যালটগুলো নষ্ট করেছে, তা আমাদের জানা নেই। তবে বাকি যে ব্যালটগুলো ছিল, সেগুলো নির্বাচন কমিশনের টেন্ডার হয়েছে, সেই টেন্ডারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।