মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সেনাবাহিনীর ৩১ বার তোপধ্বনি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১২:৫০ PM , আপডেট: ২৬ মার্চ ২০২৫, ১২:৫০ PM

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে ৩১ বার তোপধ্বনি প্রদর্শন করেছে সেনাবাহিনী। আজ বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে এ প্রদর্শন করা হয়। এর মধ্য দিয়ে শুরু হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকার পুরোনো বিমান বন্দর (তেজগাঁও) এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্টের ৬টি গান ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করে।
আরো পড়ুন: কাউকে ক্ষমতায় বসাতে নির্বাচন দেওয়া হলে মেনে নেওয়া হবে না: নাহিদ
উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনার সাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।