স্বাধীনতা দিবসে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

লোগো
লোগো  © সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বুধবার (২৬ মার্চ) ঢাকা মহানগরীতে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২৪ মার্চ) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উপলক্ষে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, দেশি-বিদেশি কূটনীতিক এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ উপলক্ষে সাধারণ যান চলাচলের জন্য কিছু নির্দেশনা জারি করা হয়েছে।  

যেসব এলাকায় যান চলাচল বন্ধ থাকবে: সার্জেন্ট আহাদ পুলিশ বক্স (গুলিস্তান) থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত (টয়েনবী সার্কুলার রোড)। অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা ও রাজউক ক্রসিং পর্যন্ত (ডিআইটি রোড)। পার্ক রোডের উত্তর প্রান্ত থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত।  

যেসব এলাকায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে: শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী বাসগুলো দৈনিক বাংলা, ইউবিএল ও প্রেসক্লাব হয়ে চলবে বা বিকল্প রাস্তায় যেতে হবে। দৈনিক বাংলা থেকে রাজউকের দিকে কোনো বাণিজ্যিক যানবাহন চলতে পারবে না।  

তবে উল্লিখিত বিধিনিষেধ আমন্ত্রিত অতিথিদের ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। একইসাথে ডিএমপি নগরবাসীকে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে এবং সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং ট্রাফিক ব্যবস্থাপনায় পুলিশকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে।


সর্বশেষ সংবাদ