ওমরাহ ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য সৌদি আরবের সুখবর
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৮:০৬ PM , আপডেট: ১৮ মার্চ ২০২৫, ০৮:০৬ PM

বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা বন্ধ করেনি বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, বাংলাদেশি নাগরিকদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করেনি সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার (১৮ মার্চ) সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এসব তথ্য জানান।
ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এ বিষয়টি ধর্ম সচিবকে নিশ্চিত করেছেন। তিনি এ বিষয়টি ধর্ম সচিবকে অডিও বার্তায় নিশ্চিত করেছেন। রাষ্ট্রদূত বাংলাদেশের এজেন্সিগুলোকে বিমান টিকিট ও হোটেল বুকিংয়ের ডকুমেন্টসহ সৌদি ওমরাহ কোম্পানি বা এজেন্টের মাধ্যমে সেই দেশের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন।
টিকিটের অর্থ ফেরত প্রদানের বিষয়ে ধর্ম উপদেষ্টা বলেন, ‘টিকিট সংগ্রহকারী কোনও ওমরাহযাত্রী ভিসা না পাওয়ার কারণে সৌদি আরব যেতে না পারলে তাকে বিধি মোতাবেক টাকা ফেরত প্রদান করছে বাংলাদেশ বিমান। সৌদিয়াসহ অন্যান্য এয়ারলাইন্সকেও একইভাবে ভিসা জটিলতায় ওমরাহ পালনে অসমর্থ যাত্রীদেরকে টিকিটের টাকা ফেরত প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।’
ব্রিফিংয়ে জানানো হয়, ভিসার ক্ষেত্রে সৌদি দূতাবাস কোনো অনিয়ম করছে না। এবার ওমরার জন্য যত সংখ্যক ওমরা যাত্রী সৌদিতে গেছেন তা অনেক বেশি, এজন্য তারা ভিসা নিয়ন্ত্রণ করছে।
উপদেষ্টা বলেন, বিমানের টিকিট সংগ্রহ করেছেন এমন ওমরাহ যাত্রীরা যেন রমজান মাসেই ওমরাহ পালন করতে যেতে পারে সেই লক্ষ্যে জেদ্দায় বাংলাদেশ হজ কাউন্সিলর সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন।
তিনি আরো বলেন, হজ, ওমরাহসহ ধর্ম মন্ত্রণালয়ের সার্বিক বিষয়ে আমরা সর্বদা তৎপর রয়েছি।