পিকআপ অটোরিকশা সংঘর্ষে কলেজ ছাত্রের মৃত্যু

নিহত ওমর ফারুক হৃদয়
নিহত ওমর ফারুক হৃদয়   © টিডিসি ফটো

কিশোরগঞ্জে পিকআপ অটোরিকশার সংঘর্ষে ওমর ফারুক হৃদয় (২৩) নামে কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (৮ মার্চ) বালিখোলা-মিঠামইন সড়কের হাসানপুর ব্রিজে এ ঘটনা ঘটে।

নিহত হৃদয় করিমগঞ্জ উপজেলার পশ্চিম নোয়াবাদ গ্রামের আবু বক্করের ছেলে। তিনি করিমগঞ্জ সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

করিমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. নাজিম উদ্দিন জানান, নিহত ওমর ফারুক হৃদয় তার চাচাতো ভাই। হৃদয় সহ কয়েকজন মিলে অটোরিকশা করে হাওরে ঘুরতে গিয়েছিল। দুপুরে হাসানপুর ব্রিজ এলাকায় একটি দ্রুত গতির পিকআপ ভ্যান তাদের অটোরিকশাটিকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়দের সহযোগিতায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকাল ৫টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক পিকআপটি খুঁজে বের করার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। 

এদিকে সড়ক দুর্ঘটনায় হৃদয়ের আকস্মিক মৃত্যুতে পরিবার ও পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে।

নিরাপদ সড়ক চাই (নিসচা) কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ফিরোজ উদ্দীন ভুইঁয়া জানান, ‘সড়ক নিরাপত্তায় নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভা চলছিল। এমতাবস্থায় আমরা হৃদয়ের মৃত্যু সংবাদ পাই। হৃদয়ের মতো অসংখ্য হৃদয় যাতে সড়ক দুর্ঘটনায় হারিয়ে না যায় এজন্য করিমগঞ্জের কৃতী সন্তান প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন কাজ করছেন। আমরা তার এই আন্দোলনের সাথে যুক্ত থেকে চালক, যাত্রী ও পথচারীদের সচেতনতার মাধ্যমে দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করছি।

মিঠামইন উপজেলার গোপদীঘি ইউনিয়নের হাসানপুর ব্রিজ এলাকাটি আগে থেকেই দুর্ঘটনা প্রবণ এলাকা হিসেবে পরিচিত। হাওরে ঘুরতে এসে পানি থাকা অবস্থায় এখানে কয়েকজন পর্যটকের মৃত্যু হয়েছে। ডাকাতি, নৌদুর্ঘটনা ও সড়ক দুর্ঘটনার প্রবণতা থেকে এলাকাটি মুক্ত করতে প্রশাসনিক কার্যকর পদক্ষেপ জরুরি বলে মনে করেন সাধারণ লোকজন।


সর্বশেষ সংবাদ