শোধ করতে পারেননি ঋণ, আগুনে পুড়িয়ে মারা হলো শিক্ষককে

আগুনে পুড়িয়ে মারা হয় শিক্ষক
আগুনে পুড়িয়ে মারা হয় শিক্ষক  © এনডিটিভি

ভারতে ৩৫ বছর বয়সী এক স্কুল শিক্ষিকাকে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। ঋণ শোধ করতে না পারায় তাকে এভাবে হত্যা করেছে ঋণদাতা। দেশটির রাজস্থানের জয়পুরের এসএমএস হাসপাতালে তিনি মারা যান বলে পুলিশ জানিয়েছে।

এনডিটিভির এক খবরে বলা হয়েছে, পুলিশ সুপার (এসপি) মনীশ আগরওয়াল জানিয়েছেন, অনিতা নামে ওই শিক্ষিকা মঙ্গলবার রাতে মারা যান। গত ১০ আগস্ট রাইসার থানা এলাকায় তার গ্রামে শিক্ষিকাকে আগুন দেওয়া হয়। তিনি তার আত্মীয়ের কাছ থেকে ধার নিয়েছিলেন। তবে তা ফেরত দিতে পারেননি।

অতিরিক্ত এসপি ধর্মেন্দ্র যাদব বলেন, ‌‘অভিযুক্তরা নারীর ওপর দাহ্য পদার্থ ঢেলে আগুন দেয়। তার বয়ানের ভিত্তিতে তার স্বজনদের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে কাউকে গ্রেফতার করা হয়নি।

আরো পড়ুন: নামাজের সময় মসজিদে বোমা বিস্ফোরণ, অনেক হতাহত

এ ঘটনায় কংগ্রেস সরকারকে নিশানা করে বিজেপি রাজ্য সভাপতি সতীশ পুনিয়া বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন মুখ্যমন্ত্রী। কংগ্রেস শাসন আমলে এ ধরনের ঘটনা প্রথম নয়। রাজ্যে অনেক দুঃখজনক ঘটনা ঘটছে। প্রতিদিন গড়ে ১৮টি ধর্ষণ ও সাতটি খুনের ঘটনা ঘটছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence