৫ মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে তেল, গ্যাসের দাম সর্বনিম্ন

  © প্রতিকী ছবি

যুক্তরাষ্ট্রে গত পাঁচ মাসের মধ্যে জ্বালানি তেল, গ্যাসের দাম সর্বনিম্ন হয়েছে।  চলতি বছরের মার্চ মাসের পর এই প্রথম বৃহস্পতিবার খুচরা বাজারে প্রতি গ্যালন জ্বালানি তেল চার মার্কিন ডলারের নিচে নেমেছে বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।

আমেরিকান অটোমোবাইলস অ্যাসোসিয়েশন জানিয়েছে, বৃহস্পতিবার (১১ আগস্ট) এক গ্যালন গ্যাসের দাম ছিল ৩.৯৯ ডলার। গত সপ্তাহে গ্যাসের দাম কমেছিল ১৫ সেন্ট এবং গত মাসে কমেছিল ৬৮ সেন্ট। 

গ্যাসের উচ্চ মূল্যের কারণে মার্কিন মোটরচালকরা গাড়ি চালানো কমিয়ে দিয়েছিলেন। আগস্টের শুরুতে গ্যাসের চাহিদা গত বছরের একই সময়ের তুলনায় কমেছে ৩.৩%।

এদিকে ১১ আগস্টে আনলেডেড জ্বালানি তেলের দাম গ্যালনপ্রতি গড়ে ৩.৯৯০ মার্কিন ডলারে নেমেছে।  এক প্রতিবেদনে এখবর জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি।

আরও পড়ুন: নারী চিকিৎসকের গলা কাটা লাশ উদ্ধার: প্রেমিক গ্রেপ্তার

পাঁচ মাসেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো চার মার্কিন ডলারের নিচে নেমে এসেছে । যারা নিত্যপ্রয়োজনীয় জিনিসের উচ্চ মূল্য নিয়ে হিমশিম খাচ্ছেন, এটা তাদের জন্য সুসংবাদ বলেই মনে করা হচ্ছে। 

জ্বালানি তেলের দাম, গ্যাসের দাম, বিমানের টিকিট ও পোশাকের দাম কমায় ভোক্তারা কিছুটা স্বস্তি পাবেন। যদিও মূল্যস্ফীতি এখনও চার দশকের সর্বোচ্চের কাছাকাছি রয়েছে।

যুক্তরাষ্ট্রে ২০২০ সালের আগস্টের মাঝামাঝি করোনা মহামারির ধাক্কা কাটিয়ে ওঠার সময় প্রথম দফায় তেলের দাম বাড়ে।  পরে চলতি বছর ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া ও পশ্চিমা বিশ্ব রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলে ফের বেড়ে যায় জ্বালানি তেলের দাম। 

তবে সম্প্রতি বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়ার আশঙ্কায় তেলের দাম কমেছে।  মার্কিন অপরিশোধিত তেলের দাম চলতি বছরের জুনে প্রতি ব্যারেল ১২০ ডলার থেকে ৯০ ডলারের কাছাকাছি নেমে এসেছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence