এশিয়ার সেরা ধনী নারী সাবিত্রী জিন্দাল

সাবিত্রী জিন্দাল
সাবিত্রী জিন্দাল  © সংগৃহিত

ব্লুমবার্গের বিলিয়নিয়ারস ইনডেক্সের প্রতিবেদন অনুযায়ী, ইয়াংকে টপকে এশিয়ার শীর্ষ নারী ধনীর তালিকায় নাম লিখিয়েছেন ভারতের সাবিত্রী জিন্দাল।

ইয়াংকে হারানো সাবিত্রী ১১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারের মালিক। বিদ্যুৎ উৎপাদন, ধাতব পদার্থসহ নানা কিছুর ব্যবসায় জড়িত। তিনি বিশ্বখ্যাত জিন্দাল গ্রুপের চেয়ারপারসন।

ফোর্বসের পরিসংখ্যানে কয়েক বছর ধরেই ভারতের শীর্ষ ধনী নারী ৭২ বছর বয়সী সাবিত্রী। বিশ্বব্যাপী বিলিয়নিয়ার তালিকায় ২০২০ সালে ৩৪৯ নম্বরে ছিলেন তিনি। ২০২২ সালে ১২৬ নম্বরে উঠে আসে তার নাম।

সাবিত্রীর সঙ্গে একই পরিমাণ সম্পদের মালিক ফ্যান হয়গুইই। তালিকায় তাদের পর আছেন এতদিন ধরে এশিয়ার শীর্ষ ধনী থাকা ইয়াং হুইয়ান। তার সম্পদের পরিমাণ এখন ১১ বিলিয়ন ডলার।

গত এক বছরে অর্ধেকেরও বেশি সম্পদ হারিয়েছেন ইয়াং হুইয়ান। রিয়েল এস্টেট খাতে নগদ অর্থসংকটের কারণে এ পরিস্থিতিতে পড়েন তিনি।

চীনের প্রপার্টি জায়ান্ট প্রতিষ্ঠান কান্ট্রি গার্ডেনের বেশির ভাগ শেয়ারের মালিক ইয়াংয়ের আগের বছর মোট সম্পদের পরিমাণ ছিল ২৩ দশমিক ৭ বিলিয়ন ডলার। তার সে সম্পদ এক বছরে কমেছে ৫২ শতাংশের বেশি।

২০০৫ সালে স্বামী ওম প্রকাশ জিন্দাল হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলে তার ব্যবসার দায়িত্ব নেন স্ত্রী সাবিত্রী। এর পর থেকেই কয়েক বছর ধরে নানা চমক দেখিয়ে আসছেন তিনি।

১৯৫০ সালের ২০ মার্চে আসামের তিনসুকিয়া জেলায় জন্মগ্রহণ করেন সাবিত্রী । ১৯৭০ সালে ওম প্রকাশ জিন্দালকে বিয়ে করেন তিনি। জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেডের চেয়ারপারসন সাবিত্রী হরিয়ানা বিধানসভার সাবেক সদস্য।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence