ভর্তি পরীক্ষায় একই নম্বর পেয়ে যৌথভাবে প্রথম হলেন ১৪ জন

ভর্তি পরীক্ষার্থী
ভর্তি পরীক্ষার্থী  © ফাইল ছবি

ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনার জন্য ভর্তি পরীক্ষায় একই নম্বর পেয়ে প্রথমস্থান অধিকার করেছেন ১৪ জন। এই ১৪ জনই পেয়েছেন ৩০০-তে ৩০০ নম্বর।

ভারতে জয়েন্ট এন্ট্রান্স মেইন ২০২২-জেইই পরীক্ষার ফলাফলে এমন চিত্র দেখা গেছে। সম্প্রতি এই ফল প্রকাশিত হয়েছে।

ভর্তি পরীক্ষায় ৩০০-তে ৩০০ নম্বর পাওয়া এক শিক্ষার্থী হলে রাজস্থানের হনুমানগড়ের বাসিন্দা নব্য হিসারিয়ার। এত ভালো ফলাফল করেও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ  নিতে চান তিনি।

নব্য হিসারিয়া মনে করেন, প্রবল চাপের মধ্যে পরীক্ষা দিলে তার টাইম ম্যানেজমেন্ট করা আরও ভালভাবে অভ্যেস হবে। 

নব্য বলেন, “জয়েন্ট এন্ট্রান্স মেন আমাকে শিখিয়েছে, যে কীভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর শেষ করতে হবে এবং সময়ের সঠিকভাবে ব্যবহার করতে হবে। পরীক্ষায় বসেই একজন পরীক্ষার্থী বুঝতে পারে, যে সে কতটা তৈরি। এটা অনেকটা প্র্যাকটিসের মতোই।”

২০২০ সালে দশম শ্রেণির পরীক্ষার পর থেকেই নব্য জয়েন্ট এন্ট্রান্স মেনের প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন। সতেরো বছরের তরুণের লক্ষ্য আইআইটি প্রবেশিকা, অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা দিয়ে মুম্বই আইআইটির কম্পিউটার সায়েন্স কোর্সে জায়গা করে নেওয়া।

এই শিক্ষাবর্ষের দ্বিতীয় জেইই মেন পরীক্ষা ২১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত চলবে। যে কোনো শিক্ষার্থী চাইলেই দ্বিতীয় বার এই পরীক্ষায় বসতে পারেন। একাধিক বার বসলেও কোনো পরীক্ষার্থীর সর্বোচ্চ নম্বরটিই চূড়ান্ত হিসেবে ধরে নেওয়া হবে। কাজেই নব্য যদি আবারো পরীক্ষায় বসেন তবুও তার হারানোর কিছু নেই।


সর্বশেষ সংবাদ