বিক্ষোভের মুখে রাজাপাকসে প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়লেন সেনা পাহারায়

  © ফাইল ছবি

গণবিক্ষোভের মুখে শেষ পর্যন্ত শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে সরকারি বাসভবন ছাড়তে হয়েছে সেনা পাহারায়। আজ মঙ্গলবার সকালে কলম্বোয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন টেম্পল ট্রিজ ছেড়েছেন শ্রীলঙ্কার সাবেক এই প্রধানমন্ত্রী।

এদিকে তার সমর্থকদের সঙ্গে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষ ঠেকাতে কারফিউ জারির পরও জটিল হচ্ছে পরিস্থিতি। তবে রাজাপাকসে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন টেম্পল ট্রিজ ছেড়ে যাওয়ার পর দেশটির সেনাসদস্যরা এর সামনে থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। খবর ডেইলি মিররের। 

এর আগে চরম আর্থিক সংকটে থাকা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে উত্তাল গণবিক্ষোভের মধ্যে পদত্যাগ করেছেন। সোমবার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের কাছে পদত্যাগপত্র পাঠালে তিনি তা গ্রহণ করেন।

প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে প্রধানমন্ত্রী মাহিন্দার ছোট ভাই। স্বাধীনতার পর থেকে সবচেয়ে বড় আর্থিক সংকটে থাকা শ্রীলঙ্কার বিরোধী দলগুলো এই দুর্দশার জন্য তাদেরকেই দায়ী করে আসছে।

বিরোধী দলগুলোর অভিযোগ, অর্থনীতির ভুল ব্যবস্থাপনার কারণে শ্রীলঙ্কা বিদেশি ঋণে ডুবতে বসেছে, রিজার্ভ ঠেকেছে তলানিতে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence