মেডিকেল রেজিস্ট্রারের ‘ময়ূর স্বাক্ষর’ ফেসবুকে ভাইরাল
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৩ মার্চ ২০২২, ০৭:৪৩ AM , আপডেট: ২৩ মার্চ ২০২২, ০৭:৫৯ AM
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টুইটারে ছড়িয়ে পড়েছে অদ্ভুত একটি স্বাক্ষর। দেখতে ময়ূরের পেখম বা শজারুর কাটার মতো ওই স্বাক্ষর। এটি নিয়ে হইচই পড়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
অনেকে মজা করে বলেছেন, হয়তো শজারু আঁকতে গিয়েছিলেন স্বাক্ষরকারী। অনেকে আবার স্বাক্ষরটি পেখম মেলা ময়ূরের সঙ্গে তুলনা করছেন। রমেশ নামে একজন টুইট করে স্বাক্ষরটি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘অনেক ধরনের স্বাক্ষর দেখেছি। কিন্তু এটি সর্বশ্রেষ্ঠ।’
আরো পড়ুন: শ্রেণিকক্ষে নাচের ভিডিও ভাইরাল, পাঁচ শিক্ষিকা বরখাস্ত
সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার হওয়ার পরই এ স্বাক্ষরের সঙ্গে শজারুর তুলনা করেছেন কেউ কেউ। অনেকে ড্যান্ডেলিয়ন ফুলের ছবি দিয়ে তুলনা করেছেন।
সাধারণত স্বাক্ষর নকল ঠেকাতে অনেকে আলাদা নকশা তৈরি করেন। যে স্বাক্ষর ভাইরাল হয়েছে, সেটি প্রতিবেশী ভারতের গুয়াহাটি মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের রেজিস্ট্রারের। স্বাক্ষরের নিচে তারিখ ৪ মার্চ। ওপরে লেখা ‘ভেরিফায়েড’।