ইউক্রেন ফেরত বাঙালি শিক্ষার্থীদের সঙ্গে দেখা করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

ইউক্রেন ফেরত বাঙালি শিক্ষার্থীদের সঙ্গে দেখা করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
ইউক্রেন ফেরত বাঙালি শিক্ষার্থীদের সঙ্গে দেখা করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  © সংগৃহীত

১৯তম দিনে ইউক্রেনে লাগাতার রুশ-হামলা, ধ্বংসস্তূপ কিয়েভ। খারকিভ, ডনবাসেও হয়েছে রাশিয়ার রকেট হামলা, গোলাবর্ষণ। আরপিনে এখনও আটকে রয়েছেন ১০ হাজার মানুষ। শহরের ৩০ ভাগ রুশ সেনার দখলে, জানিয়েছেন আরপিনের মেয়র। এরই মধ্যে বাংলায় যারা ফিরে এসেছেন, সেই সব শিক্ষার্থীদের সঙ্গে এবার দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গেছে, ১৬ মার্চ ইউক্রেন ফেরত বাংলার শিক্ষার্থীদের সঙ্গে দেখা করবেন তিনি। ১৬ মার্চ বেলা ১২টায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তার দেখা করার কথা।

এদিকে এখনও অব্যাহত যুদ্ধাবহ। রুশ গোলায় কিয়েভের ফুড ডিপোয় আগুন লাগে এদিন। ইউক্রেনের একাধিক শহরে এয়ার রেড অ্যালার্ট জারি হয়ে রয়েছে। এছাড়াও চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পুনর্দখলের দাবি করেছে ইউক্রেন। এই পরিস্থিতিতে ইউক্রেনকে নো ফ্লাই জোন করার দাবি জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির।

এছাড়া ইউক্রেনের সার্বিক পরিস্থিতি নিয়ে আগামীকাল, মঙ্গলবার লোকসভা এবং রাজ্যসভায় বিস্তারিত বিবৃতি দেবে কেন্দ্র। তবে মোদি সরকার যতই অপারেশন গঙ্গার সাফল্য তুলে ধরুক, বিরোধীদের দাবি এখনও ইউক্রেনে অনেক ভারতীয় আটকে রয়েছেন। তাঁদের নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে আরও একবার প্রশ্ন তুলেছেন, রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হবে জেনেও কেন তাদের আগে নিয়ে আসার ব্যবস্থা করা হয়নি।


সর্বশেষ সংবাদ