রাশিয়া-ইউক্রেন দ্বিতীয় দফা বৈঠক আজ

ইউক্রেন-রাশিয়া বৈঠক
ইউক্রেন-রাশিয়া বৈঠক  © সংগৃহীত

যুদ্ধ থামানো এবং সংকট সমাধানে দ্বিতীয় দফায় বৈরকে বসতে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। বুধবার (২ মার্চ) ইউক্রেন বেলারুশ সীমান্তে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে গত সোমবার সংকট সমাধানে বৈঠকে বসেছিল দুই দেশের শীর্ষ কর্মকর্তারা। তবে সেই বৈঠকে তেমন কোনো সমাধান না আসায় ফের বৈঠকে বসতে যাচ্ছেন তারা।

রুশ সংবাদ মাধ্যম আরআইএ নাভোস্তিকে নিশ্চিত করেছেন বেলারুশ রাজনীতিবিদ ইউরি ভসক্রিসেনস্কি। যিনি এই আলোচনার উদ্যোক্ততা।

সোমবারের বৈঠক শেষে উভয় দেশের প্রতিনিধিরা সংবাদ মাধ্যমকে জানিয়েছলেন উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে কোনো সিদ্ধান্ত হয়নি।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি এই বৈঠক থেকে তেমন ইতিবাচক কিছু প্রত্যাশা করেননি। তিনি এটিকে নিশস্ফল বলে দাবি করেছেন।

তবে রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, বৈঠকের সাফল্য ব্যর্থতা সম্পর্কে বলার সময় এখনো আসেনি।


সর্বশেষ সংবাদ