২৬ বছরে মারা গেলেন মাইক্রোসফটের সিইওর ছেলে

জন্ম থেকেই সেরিব্রাল পালসিতে আক্রান্ত ছিলেন জেন
জন্ম থেকেই সেরিব্রাল পালসিতে আক্রান্ত ছিলেন জেন  © সংগৃহীত

মারা গেলেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেল্লার ছেলে জেন নাদেল্লা। বয়স হয়েছিল মাত্র ২৬। সংস্থার কর্মীদের একটি ই-মেল বার্তায় তা জানিয়েছিলেন সফটওয়্যার সংস্থার প্রধান। জন্ম থেকেই সেরিব্রাল পালসিতে আক্রান্ত ছিলেন জেন। উইল চেয়ার ব্যবহার করতে হতো।

১৯৯৬ সালের ১৩ অগস্ট জন্মগ্রহণ করেছিলেন জেন। পরে নিজের বইয়ে ছেলের জন্মের দিনগুলোর কথা তুলে ধরে নাদেল্লা লিখেছিলেন, জন্মের পর জেন কাঁদেননি জেন। দ্রুত তাকে সিটেলের একটি শিশুদের হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল। যে হাসপাতালে গত বছর ১৫ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিয়েছেন মাইক্রোসফটের সিইও। 

নাদেল্লা জানিয়েছেন, ছেলের জেনের কারণে জীবন পালটে গিয়েছে। ২০১৪ সালে মাইক্রোসফটের সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিশেষভাবে সক্ষম শিশু এবং মানুষদের সহায়তা করবে, এমন জিনিস তৈরির উপর জোর দিয়েছেন। তাঁদের জন্য এমন প্রযুক্তি তৈরি করেছে মাইক্রোসফট, যা জীবনে কিছুটা স্বস্তি নিয়ে আসবে। 

জেন শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুর পর, হাসপাতালের সিইও, জেফ স্পারিং বোর্ডের কাছে একটি বার্তায় বলেছিলেন, জেনকে তার সঙ্গীত পছন্দের জন্য স্মরণ করা হবে।

মাইক্রোসফট এ ঘটনার দুঃখপ্রকাশ করে জানিয়েছে, শোকাহত পরিবারের জন্য প্রার্থনা করুক সবাই এবং এই দুঃখের সময় থেকে বেরিয়ে আসার জন্য সুযোগ দেওয়া হোক।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence