৪০ মাইলজুড়ে রাশিয়ার সামরিক বহর, ঢুকছে ইউক্রেনে

ভারি অস্ত্রে সজ্জিত প্রায় ৪০ মাইলের রুশ সামরিক বহর
ভারি অস্ত্রে সজ্জিত প্রায় ৪০ মাইলের রুশ সামরিক বহর  © বিবিসি

ইউক্রেনে রাশিয়ার সেনাবাহিনীর কর্মকাণ্ডের নতুন স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে বিবিসি। তাতে দেখা যাচ্ছে, ভারি অস্ত্রে সজ্জিত প্রায় ৪০ মাইলের একটি বহর এগিয়ে যাচ্ছে। ম্যাক্সার টেকনোলজি এই চিত্র ধারণ করেছে।

এর আগে একটি স্যাটেলাইট ছবি দিয়ে বলা হয়, প্রায় ১৭ মাইল লম্বা বহরটি। রুশ সামরিক বাহিনীর বহরটি ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে এগিয়ে যাচ্ছে বলে খবরে জানানো হয়েছে। এতে অস্ত্রবাহী যান, ট্যাঙ্ক ও অন্যান্য লজিস্টিক সাপোর্ট যান রয়েছে। ইউক্রেনের স্থানীয় সময় সোমবার বেলা ১১টার দিকে বহরটি দেশটির আন্তোনোভ বিমানঘাঁটির কাছাকাছি ছিল।

আরো পড়ুন: ইউক্রেনের বন্দরে আটকা বাংলাদেশি জাহাজ, অনিশ্চিত দেশে ফেরা

ওই বিমানঘাঁটিতে বিশ্বের সবচেয়ে বড় কার্গো উড়োজাহাজ ধ্বংস করে দেয় রুশ বাহিনী। গত বৃহস্পতিবার ইউক্রেনে হামলা শুরুর পর কয়েকটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া।

এরই মধ্যে সৃষ্ট সংকট নিরসনে গতকাল সোমবার বেলারুশে আলোচনায় বসে দেশ দুটি। তবে প্রথম দিনে কোনো সমাধানে আসতে পারেনি দুই পক্ষ। তবে উভয় পক্ষ দ্বিতীয় দফায় আলোচনায় বসবে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে।


সর্বশেষ সংবাদ