রাশিয়ার আকাশসীমায় ৩৬ দেশের বিমান চলাচলে নিষেধাজ্ঞা

বিমান চলাচলে নিষেধাজ্ঞা
বিমান চলাচলে নিষেধাজ্ঞা  © সংগৃহীত ছবি

যুক্তরাজ্য, ইতালি, জার্মানি, স্পেন, কানাডাসহ ৩৬টি দেশের এয়ারলাইন্সের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এই কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আকাশসীমায় 'রাশিয়ার মালিকানাধীন, রুশ নিবন্ধিত বা রুশ নিয়ন্ত্রিত উড়োজাহাজ' নিষিদ্ধ করার সিদ্ধান্ত অনুসরণ করে ভ্লাদিমির পুতিন সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে যুক্তরাজ্য এরোফ্লোট ফ্লাইটগুলো ব্রিটেনে অবতরণের ওপর নিষেধাজ্ঞা জারি করে। ফলে রাশিয়াও ব্রিটিশ বিমান সংস্থাগুলোর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে।

আরও পড়ুন: নতুন আরও দুটিসহ দেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫২

এরই মধ্যে টানা পঞ্চম দিনে গড়িয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এতে সামরিকের পাশাপাশি বহু বেসামরিক লোকজনও মারা গেছেন। এর মধ্যে রয়েছে শিশুও।

এই পরিস্থিতিতে ইউক্রেনকে সহায়তা দিচ্ছে পশ্চিমা বিশ্ব। পাশাপাশি রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে তারা। অন্যদিকে নিজেদের অবস্থানে অনড় রাশিয়া। ফলে উত্তেজনা দিন দিন বাড়ছে।


সর্বশেষ সংবাদ