কর্ণাটকে ফের হিজাব খুলে ছাত্রীদের স্কুলে ঢুকতে বাধ্য করা হচ্ছে

হিজাব বিতর্ক
হিজাব বিতর্ক  © সংগৃহীত

সোমবার পুনরায় স্কুল খুললে কর্ণাটকে উদুপি জেলায় কয়েকটি স্কুলের মূল ফটকে মুসলিম ছাত্রীদের হিজাব খুলে ফেলতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এনডিটিভি বলছে, কর্ণাটকের বিভিন্ন স্কুলে হিজাব খুলে ফেলার পর মুসলিম ছাত্রীদের স্কুলে ঢুকতে দেওয়ার ভিডিও অনলাইনে ছড়িয়েছে।

মুসলিম ছাত্রীদের হিজাব নিষিদ্ধ ঘিরে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে বিক্ষোভ-প্রতিবাদের মুখে গত সপ্তাহে বন্ধ হয়ে যাওয়া কিছু স্কুল পুনরায় খোলা হওয়ার দিন এই ঘটনা ঘটে।

সোমবার ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, কর্ণাটকের মান্দিয়া জেলার একটি সরকারি স্কুলের প্রবেশদ্বারে ছাত্রীদের হিজাব খুলে ফেলার নির্দেশ দিচ্ছেন একজন শিক্ষক। এ সময় ছাত্রীদের অভিভাবকদের সঙ্গে ওই শিক্ষকের বাগ-বিতণ্ডাও হয়।

আরও পড়ুন: দুঃখিত আপনাদের উত্তেজনায় জল ঢেলে দিলাম: শিশির

ভিডিওতে দেখা যায়, কয়েকজন অভিভাবক তাদের সন্তানদের স্কুলে প্রবেশে বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করছেন। উত্তপ্ত বাক্য-বিনিময়ের পর ছাত্রীরা তাদের হিজাব খুলে ফেলেন এবং করোনা প্রটোকল মেনে কেবলমাত্র মাস্ক পরে স্কুল চত্বরে প্রবেশ করেন।

এদিকে, হিজাব খুলে ফেলতে রাজি না হওয়ায় শিবমোগার একটি স্কুলের ১৩ শিক্ষার্থীকে বাড়িতে ফেরত পাঠানো হয়েছে। এই শিক্ষার্থীতের মধ্যে ১০ জন দশম শ্রেণির, দু’জন ৯ম শ্রেণির এবং একজন অষ্টম শ্রেণির।

হিজাব খুলতে অস্বীকৃতি জানানো শিক্ষার্থীদের অভিভাবকরা বলেছেন, আমা বাচ্চাদের পরীক্ষায় লেখার জন্য এনেছিলাম। তারা বোরকা পরেনি, কেবলমাত্র হিজাব পরেছে। এর আগেও তারা হিজাব পরেছিল। তখন কোনও সমস্যা ছিল না।

এনডিটিভি জানিয়েছে হাই কোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ অনুযায়ী, সোমবার সকালে কর্ণাটকজুড়ে স্কুল কর্তৃপক্ষ মুসলিম ছাত্রীদের হিজাব খুলে ক্যাম্পাসে প্রবেশের নির্দেশ দিয়েছে। গত সপ্তাহে আদালতের আদেশে বলা হয়েছিল, রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় খুলে দেওয়া যেতে পারে। তবে কোনও শিক্ষার্থীই ধর্মীয় পোশাক পরিধান করতে পারবে না।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence