বিকিনি বা হিজাব পরার সিদ্ধান্ত নারীরই: প্রিয়াঙ্কা গান্ধী

প্রিয়াঙ্কা গান্ধী
প্রিয়াঙ্কা গান্ধী  © সংগৃহীত

‘বিকিনি হোক, ঘোমটা হোক, জিন্স বা হিজাব হোক, একজন নারী কি পরতে চান তা সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার নিজের। ভারতীয় সংবিধান সেই অধিকার নিশ্চিত করেছে। নারীদের হয়রানি বন্ধ করুন।’ ভারতের কর্ণাটক রাজ্যে মুসলিম শিক্ষার্থীদের হিজাব পরে ক্লাসে যাওয়ার ওপর নিষেধাজ্ঞার ঘটনা নিয়ে এসব কথা বলেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।

আরও পড়ুন: হিজাব আন্দোলনে মালালার সমর্থন

এই মুসলিম শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে টুইট করেছেন তিনি। আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি শিক্ষার্থীদের হিজাব পরা নিয়ে বিতর্কে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের কর্ণাটক রাজ্য। স্কুল বা কলেজে মুসলিম ছাত্রীদের হিজাব পরে আসার বিরোধিতা করে গলায় গেরুয়া উত্তরীয় ঝুলিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে একদল শিক্ষার্থী ও তরুণকে। এ হিজাব ইস্যুতে আজ বুধবার মুখ খুলেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।

টুইটে প্রিয়াঙ্কা বলেন, তাঁরা কী পোশাক পরবেন, তা তাঁদের নিজেদের পছন্দের বিষয়। এই অধিকার সংবিধানের মাধ্যমে সুরক্ষিত।

সেইসঙ্গে হ্যাশট্যাগে প্রিয়াঙ্কা লিখেছেন—‘লাড়কি হুঁ, লড় সাকতি হুঁ’ (আমি নারী, লড়তে জানি)।

এদিকে, প্রিয়াঙ্কা গান্ধীর এমন টুইট রাজনৈতিক প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কেউ কেউ। কারণ, সামনেই উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। সে নির্বাচনে নারীদের বাড়তি গুরুত্ব দিয়ে ‘লাড়কি হুঁ, লড় সকতি হুঁ’ স্লোগান দিয়েছেন প্রিয়াঙ্কা।

আরও পড়ুন: ‘ঢাবিতেও ছাত্রীদের হিজাব নিয়ে কথা শুনতে হয়’

হিজাব পরা নিয়ে কর্ণাটকের একটি ঘটনা গতকাল মঙ্গলবার সামনে এলে তা ভারতজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

ভিডিও ফুটেজে দেখা যায়, এক মুসলিম ছাত্রী বোরকা ও হিজাব পরে স্কুটি চালিয়ে তার শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকতেই হেনস্তার মুখে পড়ে। তার উদ্দেশে একদল উন্মত্ত তরুণ জাফরান স্কার্ফ নেড়ে ‘জয় শ্রীরাম’ বলে চিৎকার করছে। তারা তার দিকে এগিয়ে আসছে। মেয়েটি এই বিপজ্জনক পরিস্থিতি থেকে দূরে সরে যেতে যেতে ‘আল্লাহু আকবর’ বলে পাল্টা জবাব দেয়। পরে মেয়েটিকে কর্তৃপক্ষ নিরাপদে সরিয়ে নেয়।


সর্বশেষ সংবাদ