প্রপোজ ডে: প্রিয় মানুষকে মনের কথাটি বলেই ফেলুন আজ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৫ PM
আজ প্রপোজ ডে। প্রতিবছর ৮ ফেব্রুয়ারি, “প্রপোজ ডে” পালন করা হয়। এই বিশেষ দিনে প্রেমিক-প্রেমিকারা একে অপরকে তাদের অনুভূতির কথা জানায়। অনেকে আবার বিয়ের প্রস্তাবও দিয়ে থাকেন এইদিন।
আজকের দিনটি ভালোবাসার সপ্তাহের দ্বিতীয় দিন। যা কিনা সাত ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত উদযাপিত হয়। গতকাল ছিল সম্ভাব্য ভালোবাসার মানুষটিকে গোলাপ দেয়ার দিন অর্থাৎ ‘রোজ ডে’। যারা তাদের প্রিয়জনকে গোলাপ দেয়ার সুযোগ হারিয়েছেন তারা আজকের এই প্রোডজ ডে-টি ভালোবাসা জানানোর কাজে ব্যবহার করতে পারেন। আর কাউকে ভালোবেসে থাকলে মনের কথাটি আজ বলেই ফেলুন।
সারাজীবন ধরে পরস্পর আবেগ ভাগাভাগির এই প্রক্রিয়াটি শুরু হয় ‘প্রোপজ’-এর মাধ্যমে। তাই এই দিনটিকে একটি বিশেষ করে তুলতে এখানে কয়েকটি উদ্ধৃতি রইলো-
* কিছু সময় স্বপ্নের চেয়ে বাস্তবই বেশি সুন্দর হয়। ঠিক একারণেই আমি তোমায় ভালোবাসি!
* পৃথিবীর আনাচে কানাচে বহু প্রেমকাহিনি লুকিয়ে রয়েছে। কিন্তু আমাদেরটাই এরমধ্যে সবচেয়ে মিষ্টি, তুমি কি আমার হবে?
* এটা হয়তো আমাদের অজান্তেই কেউ লিখে গিয়েছিলেন, তাই ভবিষ্যৎ আমাদের এক সুতোয় গেঁথেছে।