প্রায় ২ বছর পর মক্কা-মদিনায় জমজমের পানি সরবরাহ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৯:০১ PM , আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৯:০১ PM
প্রায় ২ বছর পর সৌদিআরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় জমজমের পানি সরবরাহ চালু হয়েছে। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকলেও পবিত্র দুই মসজিদ মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে আবারও জারে করে জমজমের পানি সরবরাহ শুরু হয়েছে।
গত মঙ্গলবার থেকে পবিত্র মদিনার মসজিদে নববিতে প্রতিদিন ৬০০ জারের মাধ্যমে ঠাণ্ডা ও গরম জমজমের পানি সরবরাহ করা হচ্ছে। পরদিন বুধবার থেকে মক্কার পবিত্র কাবা শরিফেও আড়াইশ জারের মাধ্যমে জমজমের পানি সরবরাহ শুরু করেছে।
আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকার নিবন্ধন: ঘোষণা দিলেও চালু হয়নি ইউজিসির ওয়েব লিংক
জমজমের পানি সরবারাহ পুনরায় চালু করার আগে এই পানিও পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে হারামাইন কর্তৃপক্ষ।
এরই মধ্যে প্রতিদিনই পবিত্র নগরী মক্কা-মদিনায় ওমরাহ ও জিয়ারতকারীর সংখ্যা বেড়ে চলছে। জিয়ারতকারীদের সুবিধার্থে বোতলের পরিবর্তে সারি সারি সাজানো জারের মাধ্যমে জমজমের পানি সরবরাহ শুরু হয়েছে।
আরও পড়ুন: ৯৬ হাজার টাকা বেতনে নিয়োগ দিবে ডব্লিউএফপি, আবেদন অনলাইনে
সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র হানি বিন হুসনি হায়দারের বরাত দিয়ে আরব নিউজ জানায়, প্রতিদিন পবিত্র নগরী মক্কায় ওমরাহ পালনকারীদের সংখ্যা বাড়িয়ে ৭০ হাজার করা হয়েছে। আর ওমরাহ জিয়ারতকারীদের জন্যও জমজমের পানির সরবরাহ বাড়ানো হয়েছে। প্রতিদিন তিন লাখ বোতল জমজমের পানি সরবরাহ করা হবে।