বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরোধীতা সত্ত্বেও বুস্টার ডোজ দিচ্ছে ইসরায়ল

করোনা টিকা
করোনা টিকা  © সংগৃহীত

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) বিরোধীতা সত্ত্বেও ১২ বছর বয়সী শিশু থেকে শুরু করে প্রাপ্ত বয়স্ক নাগরিকদের করোনাভাইরাস প্রতিরোধী টিকা (বুস্টার ডোজ) দেওয়া শুরু করেছে ইসরায়ল। সম্প্রতি শুরু হওয়া এক টিকা প্রদান ক্যাম্পেইনে ইসরায়লের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেন, করোনার ডেল্টা ভ্যারিয়ান্টে দেশের অনেক উর্ধ্বতন কর্মকর্তা আক্রান্ত হওয়ায় বুস্টার ডোজ দেওয়া হচ্ছে ।

ইসরায়লের স্বাস্থ্য মন্ত্রলায়ের গণস্বাস্থ্য বিভাগের প্রধান শ্যারন প্রাইস জানান, ফাইজার বায়োএনটেক ভ্যাকসিন’র ২য় ডোজের কার্যকারিতা ছয় মাস পর হ্রাস পায় বিধায় বুস্টার ডোজ আবশ্যক হয়ে পড়েছে। বুস্টার ডোজ দিলে মানবদেহ পূর্ণাঙ্গ প্রতিরোধী অবস্থায় উত্তীর্ণ হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে শ্যারন প্রাইস বলেন, একজন মানুষের বুস্টার ডোজ নেওয়া মানে দশবারের বেশি করোনাকে জয় করা। তিনি বলেন, ২য় ডোজ নেওয়ার পর যাদের কমপক্ষে পাঁচ মাস অতিক্রান্ত হয়েছে, শুধু তারাই বুস্টার ডোজ পাবে।

তবে ইসরায়ল এবং কয়েকটি দেশের বুস্টার ডোজে নেওয়ার বিরোধীতা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি ইসরায়লসহ কয়েকটি দেশের বুস্টার ডোজের বিরোধীতা করে বলেছে, বিশ্বের বিভিন্ন দেশে যারা অন্তত এক ডোজও ভ্যাকসিন পায়নি, তারা যেন প্রথম ডোজ গ্রহণের সুযোগটা পায়।

সূত্র: আল জাজিরা


সর্বশেষ সংবাদ