অযোধ্যার হিন্দু অধ্যুষিত গ্রামে পঞ্চায়েত ভোটে জিতেছেন হাফেজ আজিমুদ্দিন

ভারতের উত্তরপ্রদেশের রাজনপুর গ্রামের নবনির্বাচিত গ্রামপ্রধান হাফেজ আজিমুদ্দিন
ভারতের উত্তরপ্রদেশের রাজনপুর গ্রামের নবনির্বাচিত গ্রামপ্রধান হাফেজ আজিমুদ্দিন  © সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যার হিন্দু অধ্যুষিত একটি গ্রামে পঞ্চায়েত নির্বাচনে গ্রাম প্রধান পদে নির্বাচিত হয়েছেন হাফেজ আজিমুদ্দিন খান। হিন্দুস্তান টাইমসসহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমে এ খবর দেওয়া হয়েছে।

গ্রামটিতে হাফেজ আজিমুদ্দিনরাই একমাত্র মুসলিম পরিবার।

সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনে রাজনপুরে গ্রামপ্রধান পদের আটজন প্রার্থীর মধ্যে একমাত্র হাফেজ আজিমুদ্দিনই মুসলিম প্রার্থী ছিলেন।

হিন্দু প্রার্থীরা জয়ের জন্য গ্রামবাসীকে পেনশন, প্রধানমন্ত্রীর বিশেষ তহবিলের আওতায় বাড়ি বানানো ও জমি বরাদ্দসহ নানা প্রতিশ্রুতি দেন। কিন্তু গ্রামবাসী সব প্রার্থীকে বাদ দিয়ে আজিমুদ্দিনকে ভোট দিয়েছে।

হাফেজ আজিমুদ্দিনের বিজয় নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা হচ্ছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

হিন্দু-মুসলিম ঐক্যকে নিজের জয়ের নেপথ্যের কারণ হিসেবে উল্লেখ করেন হাফেজ আজিমুদ্দিন। তিনি বলেন, আমার জয় শুধু রাজনপুর গ্রাম নয়, গোটা অযোধ্যার হিন্দু-মুসলিম ঐক্যের উদাহরণ।


সর্বশেষ সংবাদ