বিশ্ববিদ্যালয়ের মুসলিম শিক্ষার্থীদের জন্য নামাজঘরের উদ্বোধন তাইওয়ানে

উদ্বোধনের পরে মসজিদে নামায আদায় করছেন শিক্ষার্থীরা
উদ্বোধনের পরে মসজিদে নামায আদায় করছেন শিক্ষার্থীরা  © সংগৃহীত

মুসলিম শিক্ষার্থীদের নামাজ আদায়ের জন্য আলাদা কক্ষের উদ্বোধন করা হয়েছে তাইওয়ানের এক বিশ্ববিদ্যালয়ে। দেশটির কিনম্যান কাউন্টি দ্বীপে অবস্থিত ন্যাশনাল কুয়েময় ইউনিভার্সিটি কর্তৃপক্ষের এমন কাজে বেশ খুশি সেখানকার শিক্ষার্থীরা।

বুধবার এক অনাড়ম্বড় অনুষ্ঠানের মধ্য দিয়ে এই নামাজঘরের দ্বার উন্মোচন করেন চ্যান্সেলর চেন চিয়েন মিন।

উদ্বোধনের পর তিনি বলেন, এখানে ১৬৫ জন বিদেশি শিক্ষার্থী আছে। যার মধ্যে ৪৩ জন ইন্দোনেশীয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, দেশ-বিদেশের মুসলিমদের ছাত্রছাত্রীরা যাতে উচ্চশিক্ষার জন্য এই প্রতিষ্ঠানকে বেছে নেন, সে জন্যই ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতরেই নামাজঘর তৈরি করা হলো।

এর মাধ্যমে তাইওয়ানের মুসলিমদের কাছে একটা ইতিবাচক বার্তা দেয়া হলো। তারা এই বিশ্ববিদ্যালয়ের মুসলিম-বান্ধব পরিবেশের প্রতি আকৃষ্ট হবেন।

জানা গেছে, ইন্দোনেশিয়া থেকে আসা কয়েকজন ছাত্র কয়েক মাস আগে নামাজঘরের জন্য আবেদন করেছিলেন। তারই পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা যায়।

একটি ছবিতে দেখা যায়, মসজিদের এক পাশে নারী এবং অন্য পাশে পুরুষ শিক্ষার্থীরা নামায আদায় করেছেন।


সর্বশেষ সংবাদ