সালমান শাহ’র মা-সহ তিনজনের বিরুদ্ধে মামলা স্ত্রী সামিরার

সালমান শাহ’র মা-সহ তিনজনের বিরুদ্ধে মামলা স্ত্রী সামিরার
সালমান শাহ’র মা-সহ তিনজনের বিরুদ্ধে মামলা স্ত্রী সামিরার  © সংগৃহীত

বাংলা সিনেমার তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ’র মা নিলুফার জামান চৌধুরী নীলাসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মামলা করেছেন সালমানের স্ত্রী সামিরা হক। মামলার অন্য দুই আসামি হলেন, সালমানের ছোট ভাই চৌধুরী মোহাম্মদ শাহরান ইভান ও মামা আলমগীর কুমকুম।

মামলার বিষয়ে সামিরা হক বলেন, ‘কয়েকমাস আগে চট্টগ্রামের কোর্টে মামলাটি করেছি। তাদের পরিবারের একজন সদস্য একবার হাজিরাও দিয়েছেন। তারপর থেকে তারা এখন কিছুটা চুপ। তার মা আমার বিরুদ্ধে মিথ্যা বলা কমিয়েছেন। ইমনের মৃত্যু নিয়ে ব্যবসা করার জন্য এটাকে খুন বলে আসছে তার পরিবার। বারবার তদন্ত প্রমাণ হয়েছে এটা আত্মহত্যা।’

তিনি আরও বলেন, ‘গত ২৪ বছর ধরে একটা বানানো গল্প বলে দেশের মানুষকে আমার বিপক্ষে রেখেছেন তারা। কিন্তু, আমাকে অনেক ভালোবাসতো ইমন (সালমান শাহ)। সেই মানুষটা মরে যেতেই তার খুনের দায়ে অভিযুক্ত করা হলো আমাকে। সেজন্যই আমার পরিবারের সম্মানের কথা ভেবে আইনের দ্বারস্থ হয়েছি। প্রথমদিকে খুব হতাশাগ্রস্ত থাকতাম। প্রায়ই আত্মহত্যার কথা ভবতাম। পরে আমার আরেকটা পরিবার হয়েছে, সেখানে সন্তান আছে।’

‘আইনের প্রতি বরাবরই শ্রদ্ধা দেখিয়ে চুপ আছি। এখন সময় হয়েছে কথা বলার। সেই ১৯৯৬ সালেও বলেছি ইমন আত্মহত্যা করেছে, এখনো একই কথা বলছি। আগামী অক্টোবর মাসে পিবিআই চূড়ান্ত রায় দেবে। সেই পর্যন্ত অপেক্ষা করছি। তারপর অনেক কিছুর হিসাব চাইব তাদের পরিবারের কাছে। একজন উকিলের সঙ্গে কথা বলেছি এ বিষয়ে।’

সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। সে সময় তার বাবা প্রয়াত কমরউদ্দিন আহমদ চৌধুরী অপমৃত্যুর মামলা দায়ের করেন। সেখানে কাউকে আসামি করা হয়নি। সেই মামলায় অনেককে সন্দেহের তালিকায় রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence