গোমাংস রাখায় পুলিশের সামনেই ট্রাকচালককে হাতুড়িপেটা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০১ আগস্ট ২০২০, ০৮:৫০ PM , আপডেট: ০১ আগস্ট ২০২০, ০৮:৫০ PM
ভারতে গরুর মাংশ ট্রাকে বহন করার অপরাধে এক ট্রাক চালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। শুধু তাই নয়; পুলিশের সামনেই এমন অমানবিক ঘটনা ঘটানো হলেও পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠেছে।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, শনিবার (১ আগস্ট) সকাল ৯টার দিকে হরিয়ানার গুরুগ্রামে মাংসভর্তি একটি পিক-আপকে তাড়া করে ধরে দুর্বৃত্তরা। ট্রাকচালককে বেধড়ক মারধর করা হয়। হাতুড়ি দিয়েও আঘাত করা হয়। তবে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও কোনো ব্যবস্থা নেয়নি ।
অভিযোগে উঠেছে, আহত লুকমানকে ওই ট্রাকে তুলেই গুরুগ্রামের বাদশাপুর গ্রামে নিয়ে ফের মারধর করা হয়। পরে তাকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ওই ট্রাকের মালিক জানিয়েছেন, তিনি ৫০ বছর ধরে মাংসের ব্যবসা করছেন। ওই ট্রাকে মহিষের মাংস ছিল। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর তথাকথিত ‘গোরক্ষকদের’ একের পর এক হামলার ঘটনা নিয়ে বারবার অস্বস্তিতে পড়েছে বিজেপি। এমন ঘটনার বিরুদ্ধে মুখ খুলেছেন খোদ মোদিও।