পেরেক বসানো রড দিয়ে ভারতীয় সেনাদের পিটিয়ে আলোচনায় চীন

ভারতীয় সেনাবাহিনী বিবিসির কাছে এই ছবি পাঠিয়ে দাবি করেছে সংঘর্ষে চীন এই অস্ত্র ব্যবহার করেছে
ভারতীয় সেনাবাহিনী বিবিসির কাছে এই ছবি পাঠিয়ে দাবি করেছে সংঘর্ষে চীন এই অস্ত্র ব্যবহার করেছে   © বিবিসি

দু’দেশের সীমান্তের গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনাদের ওপর নতুন ধরনের অস্ত্র ব্যবহার করে আলোচনায় চীনের সেনারা। চীন ও ভারতীয় সেনাদের সংঘর্ষে লোহার রডে পেরেক বসানো ওই অস্ত্র ব্যবহার করা হয়। গত সোমবার রাতে প্রাণঘাতী সংঘর্ষে কমপক্ষে ২০ ভারতীয় সেনা নিহত হন।

দুই দেশের মধ্যে সংঘর্ষের সময় আগ্নেয়াস্ত্র ব্যবহার বন্ধ করতে ১৯৯৬ সালে চুক্তি হয়। সংঘাত যাতে না ছড়ায় সেজন্য বিরোধপূর্ণ সীমান্তে গোলাগুলি ও বিস্ফোরকের ব্যবহার নিষিদ্ধ হয় চুক্তিতে। ভারত ও চীনের মধ্যে সীমান্ত এলাকায় ছোটখাটো সংঘর্ষ হলেও ৪৫ বছরের মধ্যে প্রথমবারের মতো সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটল।

লড়াইয়ে চীন হাতে তৈরি অস্ত্রটি ব্যবহার করেছে বলে অভিযোগ তোলা হয়েছে। এর ছবি প্রকাশ পাওয়ার পর তা নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা চলছে। বিবিসি জানিয়েছে, সংঘর্ষে ভারতীয় সেনা মারা যাওয়ার ঘটনায় উত্তেজনা বেড়েছে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে। চীন হতাহতের খবর স্বীকার করেনি। তবে দু’পক্ষই এজন্য একে অপরকে দোষ দিচ্ছে।

জানা গেছে, সীমান্তের ওই এলাকা চিহ্নিত নয়। সেখানে আবহাওয়া অত্যন্ত বৈরী। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক ওপরের এলাকাটি ভূপ্রাকৃতিক পরিবর্তনের ঝুঁকির মুখে থাকায় সীমানা নির্ধারণ করা কঠিন। বৃহস্পতিবার সংঘর্ষে চীনের ব্যবহৃত যে অস্ত্রের ছবি প্রকাশ করেছে, তাতে লোহার রডের ওপর পেরেক পোঁতা। সেটি হাতে তৈরি অস্ত্র।

ভারতীয় সেনাবাহিনীর একজন কর্মকর্তা বিবিসিকে ছবি দিয়ে জানিয়েছেন, গালওয়ান উপত্যকার এই অস্ত্র ব্যবহার করেছিল চীন। প্রতিরক্ষা বিশ্লেষক অজয় শুক্লা ছবিটি প্রথম টুইটারে দেন এবং এর  ব্যবহারকে ‘বর্বরতা’ বলে বর্ণনা করেন। পরে ছবিটি টুইটারে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তৈরি হয়েছে ব্যাক ক্ষোভ। তবে চীনা বা ভারতীয় কর্মকর্তারা বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence