সার্কভুক্ত দেশে করোনার গতি কম কেন, বিশ্ব ব্যাংকের গবেষণার আহ্বান

  © ফাইল ফটো

করোনা আতঙ্কে কাঁপছে বিশ্ব। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন জারি করা হয়েছে। এদিকে জনসংখ্যা এবং জনঘনত্ব বেশি হওয়ার পরও দক্ষিণ এশিয়ায় এখনও পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণের গতি তুলনামূলকভাবে অনেকটাই মন্থর।

সাউথ এশিয়া ইকনমিক ফোকাস-এর তৈরি একটি সমীক্ষা প্রতিবেদন সম্প্রতি প্রকাশ করেছে বিশ্ব ব্যাংক। শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, বাংলাদেশ, আফগানিস্তানের মতো দেশগুলোর করোনা সংক্রমণ সংক্রান্ত বিশদ পরিসংখ্যান তুলে ধরে এই পর্যবেক্ষণ রাখা হয়েছে ওই প্রতিবেদনে।

আমেরিকা, ইউরোপ, এমনকি চীনেও এই সংক্রমণ ছড়িয়েছে দ্রুত। কিন্তু সার্কভুক্ত গোটা অঞ্চলে এখনও পর্যন্ত ততটা দ্রুত হারে ছড়িয়ে পড়তে দেখা যায়নি করোনাভাইরাসকে। প্রতিবেদনে বলা হয়েছে, যদি এই প্রবণতা শেষ পর্যন্ত বহাল থাকে বা আরও স্পষ্ট হয়, তা হলে গোটা বিষয়টি আরও গভীর গবেষণার দাবি রাখে।

প্রতিবেদনে বিশেষজ্ঞরা জানিয়েছেন, পশ্চিমি দেশগুলোর তুলনায় দক্ষিণ এশিয়ায় সংক্রমণের গতি  মন্থর মনে হওয়ার অন্যতম কারণ অবশ্যই কম ভাইরাস-পরীক্ষা। তবে আগে থেকেই এই ভূখণ্ডের মানুষের কতটা রোগ প্রতিরোধ ক্ষমতা তথা ইমিউনিটি রয়েছে, তা নিয়ে গবেষণা হওয়া প্রয়োজন।

পাশাপাশি সার্ক-এর এই ৮টি দেশে লকডাউন ও সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে যেসব কড়াকড়ি করা হয়েছে, সেই কারণেও ভাইরাস কম ছড়ানোর সুযোগ পাচ্ছে কি না, তাও খতিয়ে দেখা দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রতিবেদনে প্রকাশিত পরিসংখ্যান বলছে, বিশ্বের মোট আক্রান্তের মাত্র ১১ শতাংশ ৮টি সার্কভুক্ত দেশের। জনঘনত্ব এখানে অনেক বেশি। পৃথিবীর মাত্র ৩ শতাংশ ভূখণ্ডজুড়ে থাকা এই দেশগুলোতে বিশ্বের ২১ শতাংশ মানুষের বসবাস। তা সত্ত্বেও বিশ্বের মোট করোনা-মৃত্যুর ১ শতাংশেরও কম ঘটেছে এই ভূখণ্ডে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence