গাজায় ‘মোরাগ করিডর’ নিয়ন্ত্রণে নিল ইসরায়েল, রাফা পুরোপুরি বিচ্ছিন্ন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০৬:২৮ PM , আপডেট: ১২ এপ্রিল ২০২৫, ০৬:২৮ PM

গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের রাফা ও খান ইউনিসের মধ্যবর্তী এলাকায় গড়ে তোলা ‘মোরাগ করিডর’ এখন পুরোপুরি ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে। শনিবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে।
এই করিডরের নিয়ন্ত্রণ নেওয়ার মধ্য দিয়ে রাফা অঞ্চল বিচ্ছিন্ন হয়ে পড়েছে গাজার অন্য অংশ থেকে। এর ফলে গাজায় চলমান মানবিক সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এর আগে, ১৮ মার্চ যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে গাজায় আবারও হামলা শুরু করে ইসরায়েল। ওই সময় থেকেই সীমান্তবর্তী রাফা শহর নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালায় তারা। বাসিন্দাদের অন্যত্র চলে যেতে নির্দেশ দেওয়া হয়। কয়েক সপ্তাহের টানা হামলা শেষে রাফার নিয়ন্ত্রণও নেয় ইসরায়েলি বাহিনী।
ইতিমধ্যে ফিলাডেলফি করিডর ইসরায়েলের দখলে রয়েছে। নতুন করে মোরাগ করিডরের দখলের মাধ্যমে রাফাকে খান ইউনিস থেকে কার্যত আলাদা করে দেওয়া হলো।
শনিবার এক বক্তব্যে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতজ বলেন, রাফাকে এখন থেকে ‘নিরাপত্তা অঞ্চল’ হিসেবে বিবেচনা করা হবে। সেখানে কোনো ফিলিস্তিনিকে আর বসবাস করতে দেওয়া হবে না।
তিনি বলেন, “যদি গাজার মানুষ গাজায় থাকতে চান, তাহলে তাদের হামাসকে নির্মূল করতে হবে এবং সব ইসরায়েলি জিম্মিকে মুক্ত করতে হবে। এটি যুদ্ধ শেষ করার শেষ সুযোগ।”
তার ভাষ্য, “হামাস গাজাবাসীদের রক্ষা করতে পারছে না। নেতারা সুড়ঙ্গে আত্মগোপনে, পরিবারের সঙ্গেও নিরাপদে আছে। অন্যদিকে বিদেশে থাকা নেতারা বিলাসবহুল হোটেলে অবস্থান করছেন, তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা রয়েছে বিপুল অর্থ।”
গাজার মানুষকে হামাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে কাতজ বলেন, “এটি জিম্মিদের মুক্ত করার এবং যুদ্ধ বন্ধের একমাত্র পথ।”
এ ছাড়া, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার উল্লেখ করে তিনি বলেন, যারা স্বেচ্ছায় গাজা ছেড়ে অন্য কোনো দেশে যেতে চান, তাদের সে সুযোগ দেওয়া হবে।
সূত্র: রয়টার্স, টাইমস অব ইসরায়েল