‘বাংলাদেশের মঙ্গল ভারতের থেকে বেশি অন্য কোনো দেশ চায় না’

এস জয়শঙ্কর
এস জয়শঙ্কর  © সংগৃহীত

বাংলাদেশের মঙ্গল ভারতের থেকে বেশি অন্য কোনও দেশ চায় না বলে মন্তব্য করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারত মণ্ডপে নিউজ১৮-এর ফ্ল্যাগশিপ রাইজিং ভারত সামিট ২০২৫-এর দ্বিতীয় দিনের ভাষণে একথা বলেন তিনি।

বুধবার (৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট।

প্রতিবেদন অনুযায়ী, জয়শঙ্কর তার  ভাষণে বলেন, ‘ভারত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। একটি দেশ হিসেবে, আমাদের (ভারতের) চেয়ে বেশি কোনও দেশ বাংলাদেশের মঙ্গল কামনা করে না। এটা আমাদের ডিএনএতে আছে। একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে, একজন বন্ধু হিসেবে, আমরা আশা করি তারা সঠিক পথে চলবে এবং সঠিক কাজ করবে।’ 

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের তরফ থেকে সমসাময়িক যেসব বক্তব্য বেরিয়ে আসছে তা নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। দেশটির মধ্যে যে মৌলবাদী প্রবণতা দেখা যাচ্ছে তা নিয়ে আমরা উদ্বিগ্ন। সেদেশের সংখ্যালঘুদের ওপর হামলা নিয়েও আমরা চিন্তিত।’ 

বাংলাদেশের জাতীয় নির্বাচন ইস্যুতে জয়শঙ্কর বলেন, ‘গণতান্ত্রিক ঐতিহ্যের অধিকারী একটি দেশ হিসেবে, গণতন্ত্রের জন্য নির্বাচন প্রয়োজন। এভাবেই ম্যান্ডেট দেওয়া হয়। তাই আমরা আশা করি তারা সেই পথেই যাবে।’ 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence