ভারতের মধ্যপ্রদেশে

কলেজের পিওনকে দিয়ে পরীক্ষার খাতা মূল্যায়ন, অধ্যক্ষ বরখাস্ত

পরীক্ষার খাতা দেখছেন কলেজের পিওন
পরীক্ষার খাতা দেখছেন কলেজের পিওন   © সংগৃহীত

কলেজের পিওনকে দিয়ে পরীক্ষার খাতা দেখানোর অভিযোগে এক অধ্যক্ষকে বরখাস্ত করা হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের পিপারিয়া শহরের শহীদ ভগত সিং সরকারি কলেজে।

মঙ্গলবার (৮ এপ্রিল) ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, কলেজের অধ্যক্ষ রাকেশ ভার্মা, অতিথি অধ্যাপক খুশবু পাগারেকে পরীক্ষার  উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু  ওই শিক্ষক নিজে খাতা না দেখে কলেজের চতুর্থ শ্রেণির কর্মী পান্নালাল পাথারিয়াকে দিয়ে খাতা দেখান। এ ঘটনার একটি  ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।  তা নজরে আসে রাজ্যের উচ্চশিক্ষা দফতরের। তারা বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করে।

এই ঘটনায় অধ্যক্ষ এবং ওই অতিথি অধ্যাপককে বরখাস্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাজ্যটির যুব বিষয়ক ও সমবায় মন্ত্রী বিশ্বাস সারং নিশ্চিত করেছেন।

মন্ত্রী বলেন, এ ঘটনায় বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সরকার সর্বদা উচ্চশিক্ষার মান বজায় রাখার জন্য সচেষ্ট। এই ঘটনাটি দুর্ভাগ্যজনক এবং ক্ষমার অযোগ্য।

কলেজের অধ্যক্ষ রাকেশ ভার্মা দাবি করেছেন, তাকে গত ৪ এপ্রিল বরখাস্ত করা হয়েছে।  উত্তরপত্র মূল্যায়নের কাজ তিনি একজন অতিথি শিক্ষককে দিয়েছিলেন।  যিনি কলেজে নিযুক্ত একজন বই উত্তোলকের মাধ্যমে উত্তরপত্রগুলো একজন পিওনের হাতে তুলে দেন।

অতিথি অধ্যাপকের দাবি, শারীরিক সমস্যার কারণে তিনি অন্য এক জনকে দিয়ে উত্তরপত্র মূল্যায়ন করিয়েছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence