এক যুগ পর বাংলাদেশ-পাকিস্তান রাজনৈতিক সংলাপের উদ্যোগ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ০৬:৩০ PM , আপডেট: ০৫ এপ্রিল ২০২৫, ০৬:৩০ PM

এপ্রিল মাসে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হওয়ার খবর দিয়েছে পাকিস্তানের ডেইলি পাকিস্তান। শনিবার (৫ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সালে সর্বশেষ এই ধরনের সংলাপ অনুষ্ঠিত হয়েছিল। এবারের সংলাপে উভয় দেশের ভবিষ্যত রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশই তাদের সম্পর্ক উন্নয়নে সক্রিয় পদক্ষেপ গ্রহণ করছে। এই রাজনৈতিক সংলাপ তারই একটি গুরুত্বপূর্ণ অংশ। এর মূল উদ্দেশ্য হলো দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় এবং প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া।
এ সংলাপে পাকিস্তানি প্রতিনিধিদলকে নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালোচ। আলোচনায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে দুই দেশের সম্পর্ক উন্নয়ন, যৌথ মিনিস্ট্রিয়াল কমিশন পুনর্গঠন এবং রাজনৈতিক, অর্থনৈতিক, ও সামাজিক ইস্যুতে সমন্বয়ের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরির উপর।
এদিকে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশহাক দার আগামী ২২ থেকে ২৪ এপ্রিল বাংলাদেশ সফর করবেন। এই সফরকে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, কূটনীতি এবং অন্যান্য ক্ষেত্রগুলিতে সম্পর্কের উন্নতি সাধনের একটি বিশাল সুযোগ হিসেবে দেখছে।
এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শক্তিশালী সম্পর্কের সূচনা হবে। এই অঞ্চলের সহযোগিতা এবং স্থিতিশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
গত বছরের ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক নতুন এক মোড় নেয়। অন্তর্বর্তী সরকার বৈদেশিক নীতি পরিবর্তন করে পাকিস্তানের সঙ্গে সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার দিকে মনোনিবেশ করে, একই সঙ্গে চীনের সঙ্গে গভীর সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা চালায়।