হোলির আগে ভারতে ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে মসজিদ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০৭:২৩ PM , আপডেট: ১৩ মার্চ ২০২৫, ০৭:৩১ PM

আগামীকাল শুক্রবার (১৪ মার্চ) ভারতে হোলি উৎসব। এই উৎসবটিকে ঘিরে দেশটির উত্তর প্রদেশ প্রশাসন সোবহাল জেলায় ১০টি মসজিদ ঢেকে ফেলার পরিকল্পনা করা হচ্ছে। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি নিউজ এ তথ্য জানায়।
এই বছরে হোলির উৎসব এবং রমজানের ‘জুম্মা’ একই হচ্ছে, যা গত ষাট বছরে ঘটেনি। এই উৎসবকে কেন্দ্র করে যাতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে, সেজন্যও সতর্ক রয়েছে প্রশাসন।
এ বিষয়ে উত্তরপ্রদেশ প্রশাসনের প্রস্তুতি সম্পর্কে গণমাধ্যমকে ব্রিফিংয়ে সম্ভলের এসপি শ্রীশ চন্দ্র বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং দুই সম্প্রদায়ের উৎসব পূর্ণ আনন্দ ও উল্লাসের সাথে উদযাপন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ‘ভাই দেখেন আমারে কি মারা মাইরছে’
তিনি বলেন, ‘চৌপাই’ শোভাযাত্রার প্রস্তাবিত রুটে মোট দশটি মসজিদ চিহ্নিত করা হয়েছে। দুই সম্প্রদায়ের মধ্যে কোনও ধরনের ঝামেলা বা উত্তেজনা রোধ করার জন্য সেগুলোর সবকটিই ঢেকে দেয়া হবে।
শুক্রবারের জুমার নামাজ এবং ‘চৌপাই’ শোভাযাত্রার সময় পরিবর্তন করার জন্য একটি চুক্তিও করা হয়েছে, যাতে এই দুটি আনুষ্ঠানিকতা একই সময়ে অনুষ্ঠিত না হয়। শুক্রবারের নামাজ হোলির শোভাযাত্রার আগে বা পরে অনুষ্ঠিত হবে।