ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়াচ্ছে ইরানের বিমান বাহিনী

ইরানের ক্ষেপণাস্ত্র
ইরানের ক্ষেপণাস্ত্র  © সংগৃহীত

ইরানের বিমান বাহিনী তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরিসর বৃদ্ধি করছে। ইরানি সশস্ত্র বাহিনীর বিমান বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ কাসেম খামুশি এ ব্যাপারে জানান। 

গতকাল মঙ্গলবার (১১ মার্চ) সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতা বাড়িয়ে চলছে ইরান। এরই ধারাবাহিকতায় ক্ষেপণাস্ত্রের দিকে নজর দিয়েছে দেশটি। 

মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে প্রযুক্তিগত উৎকর্ষতার দিক দিয়ে এগুলো ইরানের বিমান বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন।   

প্রতিবেদনে আরো বলা হয়, আগামী নতুন (পারস্য) বর্ষের প্রথম মাসে (২১ মার্চ, ২০২৫ থেকে শুরু) ইরানের বিমান বাহিনী ১,০০০টিরও বেশি উন্নত প্রযুক্তির অংশ উন্মোচন করবে।

ইরান আর্মি এভিয়েশন তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পাল্লা বৃদ্ধি করেছে বলে জোর দিয়ে কাসেম খামুশি বলেন, খুব নিকট ভবিষ্যতে এই অর্জনও উন্মোচন করা হবে। 

ইরানের এই সামরিক অগ্রগতি আঞ্চলিক প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি ও প্রযুক্তিগত স্বনির্ভরতার ক্ষেত্রে উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।  


সর্বশেষ সংবাদ