মার্কিন পণ্যে পাল্টা ২৫ শতাংশ শুল্ক কার্যকরের ঘোষণা ট্রুডোর

জাস্টিন ট্রুডো
জাস্টিন ট্রুডো  © সংগৃহীত

মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মঙ্গলবার (৪ মার্চ) সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানিয়েছেন তিনি।

জাস্টিন ট্রুডো বলেন, কানাডা ১৫৫ বিলিয়ন কানাডিয়ান ডলার মূল্যের মার্কিন পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে। এটি শুরু হবে ৩০ বিলিয়ন ডলার মূল্যের পণ্য দিয়ে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। এছাড়া বাকি ১২৫ বিলিয়ন ডলার ২১ দিনের মধ্যে কার্যকর হবে।

অন্য এক বিবৃতিতে ট্রুডো বলেছেন, মার্কিন বাণিজ্য পদক্ষেপ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমাদের শুল্ক বহাল থাকবে। যদি মার্কিন শুল্ক বন্ধ না হয়, তাহলে আমরা বেশ কয়েকটি অ-শুল্ক ব্যবস্থা গ্রহণের জন্য প্রদেশ এবং অঞ্চলগুলোর সঙ্গে আলোচনা করছি এবং তা অব্যাহত থাকবে। 

এদিকে কানাডা এবং মেক্সিকোর ওপর ২৫ শতাংশ মার্কিন শুল্ক কার্যকরের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাস্প।

এর আগে গত ১ ফেব্রুয়ারি থেকে দেশ দুটির ওপর এই শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। কিন্তু সেই সিদ্ধান্ত ঘোষণার পরপরই ট্রাম্প কানাডা ও মেক্সিকোর ওপর তার প্রস্তাবিত ২৫ শতাংশ শুল্ক আরোপ এক মাসের জন্য স্থগিত করেছিলেন।


সর্বশেষ সংবাদ