গাজাকে যেভাবে সাজাতে চান তার এআই ভিডিও প্রকাশ করলেন ট্রাম্প

ট্রাম্পের ভিডিও থেকে নেওয়া দৃশ্য
ট্রাম্পের ভিডিও থেকে নেওয়া দৃশ্য  © সংগৃহীত

দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পরই গাজা দখলের পরিকল্পনা করছেন ট্রাম্প। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকাকে কীভাবে সৈকতের শহর হিসেবে গড়ে তুলবেন তার একটি এআই দিয়ে তৈরি ভিডিও প্রকাশ করেছেন তিনি। 

গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) তেমনই একটি ভিডিও নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করেছেন ট্রাম্প। তবে এই ভিডিওর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। 

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই ভিডিও শেয়ার করেছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিওটিতে গাজার বিষয়ে তার ‘দৃষ্টিভঙ্গি’ তুলে ধরা হয়েছে।

৩৩ সেকেন্ডের সেই ভিডিওটি প্রথম শুরু হয় গাজার ধ্বংসস্তূপ দেখানোর মাধ্যমে, যেখানে সবুজ রঙে ‘গাজা ২০২৫’ লেখা। তারপর লাল, সাদা এবং নীল রঙে একই লেখা দেখা যায়। সবশেষ লেখা- ‘এরপর কী?’ এরপর ভিডিওটিতে উঁচু উঁচু ভবন এবং আকাশ থেকে ডলারের নোট পড়ার সময় শিশুদের উপরের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়।

ওই ভিডিওতে দেখানো হয়েছে গাজাকে ইউরোপের রিভেরার মতো এক বিলাসবহুল রিসোর্টে রূপান্তরিত করার কল্পনা। তাছাড়া ট্রাম্পের একটি স্বর্ণের মূর্তি দেখা যায়। ভিডিওতে মার্কিন ধনকুবের ইলন মাস্ককে হুমুস (মধ্যপ্রাচ্যে পরিচিতি এক বিশেষ ধরনের রুটি) খেতে দেখা যায়। 

ভিডিওতে আরও দেখানো হয়েছে, ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সমুদ্রসৈকতে বসে ককটেল পান করছেন। তাদের চারপাশে আকাশচুম্বী অট্টালিকা, বিলাসবহুল ইয়ট ও ঝলমলে শহরের দৃশ্য দেখানো হয়েছে। একটি নাইটক্লাবে ট্রাম্পকে নাচতেও দেখা যাচ্ছে। তখনই দেখানো হয়েছে একটি আকাশচুম্বী ভবনের প্রবেশপথে স্পষ্টভাবে ‘ট্রাম্প গাজা’ লেখা রয়েছে। 

পটভূমিতে, একটি গান বাজতে শোনা যাচ্ছে- ‘ডোনাল্ড ট্রাম্প তোমাদের মুক্ত করতে আসছেন, সকলের জন্য আলো নিয়ে আসছেন, আর কোন সুড়ঙ্গ নয়, আর কোন ভয় নেই, ট্রাম্প গাজা অবশেষে এখানে, ট্রাম্প গাজার উজ্জ্বল সোনালি ভবিষ্যৎ, এক নতুন আলো, ভোজ এবং নাচ ট্রাম্প গাজা এক নম্বর।’

তাছাড়া ভিডিওতে দেখা যায়, ট্রাম্প একজন স্বল্প পোশাক পরা নারীর সাথে নাচে মেতে উঠেছেন,  মাস্ক সৈকতে টাকা ওড়াচ্ছেন।

তবে ভিডিওতে গাজার আসল মালিক ফিলিস্তিনিরাই উপেক্ষিত। এরই মধ্যে ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনার বিরোধিতা করেছেন আরব দেশগুলোর নেতারা। ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসও স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা গাজা ছেড়ে যাবে না। গাজা দখলের যেকোনো পরিকল্পনা তারা প্রতিরোধ করবে।


সর্বশেষ সংবাদ