রাজশাহীতে অ্যাপ ডেভেলপার ও ইন্ডাস্ট্রি পার্টনারদের মিটআপ
- রুয়েট প্রতিনিধি
- প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৪ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৫ PM
রাজশাহী ও রংপুর বিভাগের উদীয়মান মোবাইল অ্যাপ ডেভেলপারদের নিয়ে ‘বিডিঅ্যাপস মিট অ্যান্ড গ্রীট ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউ হোটেলে এই মিটআপ অনুষ্ঠিত হয়। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং বরেন্দ্র ইউনিভার্সিটির ডেভেলপার, শিক্ষকমণ্ডলী ও ইন্ডাস্ট্রি পার্টনাররা আয়োজনে অংশ নেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বিডিঅ্যাপস প্ল্যাটফর্মে তাদের অভিজ্ঞতা, সফলতার গল্প, ভবিষ্যৎ পরিকল্পনা ও যে-সব চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন সেগুলো নিয়ে আলোচনা করেছেন। শিক্ষার্থীরা কীভাবে মোবাইল অ্যাপ ইকোসিস্টেমে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন, সে বিষয়ে দিকনির্দেশনা পেয়েছেন শিল্প বিশেষজ্ঞদের কাছ থেকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শফিক শামসুর রাজ্জাক, অ্যাক্টিং হেড অব দ্য ডিপার্টমেন্ট ও জেনারেল ম্যানেজার, ভ্যালু অ্যাডেড সার্ভিস (ভিএএস) ও নিউ বিজনেস, রবি আজিয়াটা লিমিটেড। এসময় আরও উপস্থিত ছিলেন ফাতেমা নাশরাহ, ম্যানেজার, ভিএএস & নিউ বিজনেস, রবি আজিয়াটা লিমিটেড; মো. আলতামিস নাবিল, হেড অফ ম্যানেজড সার্ভিসেস, মিয়াকি; মাহির অসেফ, রিজিওনাল অপারেশনস লিড, রাজশাহী-রংপুর ডিভিশন, বিডি অ্যাপস এবং মীর রিয়াজ উদ্দিন, টেকনিক্যাল লিড, এমএস টিম, মিয়াকি।
বিডিঅ্যাপসের এই আয়োজন ডেভেলপারদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখানে তারা তাদের অভিজ্ঞতা বিনিময় করেছেন এবং ভবিষ্যতে আরও ভালোভাবে কাজ করার অনুপ্রেরণা পেয়েছেন। রাজশাহী ও রংপুর অঞ্চলের তরুণ প্রযুক্তিপ্রেমীদের জন্য এটি ছিল একটি দারুণ সুযোগ, যেখানে তারা ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেছেন।
বিডিঅ্যাপস বাংলাদেশের অন্যতম অ্যাপ মোনেটাইজেশন প্ল্যাটফর্ম, যেখানে দেশের তরুণ ডেভেলপাররা মোবাইল অ্যাপ তৈরি করে আয়ের সুযোগ পাচ্ছেন। দেশজুড়ে স্থানীয় ডেভেলপার ইকোসিস্টেমকে সমৃদ্ধ করতে বিডি অ্যাপস নিয়মিতভাবে এমন আয়োজন পরিচালনা করে যাচ্ছে।