ইসলামাবাদে অ্যাপার্টমেন্ট থেকে জার্মান কূটনীতিকের মরদেহ উদ্ধার

  © রয়টার্স

পাকিস্তানের ইসলামাবাদে নিজস্ব অ্যাপার্টমেন্ট থেকে সোমবার (৬ জানুয়ারি) টমাস ফিল্ডার নামে এক জার্মান কূটনীতিবিদের লাশ উদ্ধার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ। অ্যাসোসিয়েটেড প্রেস অফ পাকিস্তান (এপিপি)-এর বরাত দিয়ে আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে আরব নিউজ।  

তিনি ইসলামাবাদে জার্মান দূতাবাসে তৃতীয় সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, ফিল্ডার কাজে অনুপস্থিত থাকায় দূতাবাসের কর্মীরা খোঁজ নিতে তার অ্যাপার্টমেন্টে যান। তার সাথে বারবার যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর কর্মীরা দূতাবাস থেকে অ্যাপার্টমেন্টে প্রবেশের অনুমতি পান। সেখানে কর্মীরা তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে হাসপাতালে স্থানান্তর করে। 

পাকিস্তানের আরেক সংবাদপত্র ডন পুলিশের উদ্ধৃতি দিয়ে জানায়, লাশ উদ্ধারের সময় টমাস ফিল্ডারের চোখ, নাক ও মুখ থেকে রক্ত ঝরছিল। মরদেহটি ময়নাতদন্তের জন্য স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। মামলাটি তদন্ত করা হচ্ছে।


সর্বশেষ সংবাদ