১৮ হাজার ভারতীয়কে তাড়াবেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প  © সংগৃহীত

দায়িত্ব গ্রহণের পরই আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের বের করে দিবেন ট্রাম্প। প্রথম ধাপে ১৫ লাখ অবৈধ অভিবাসীকে তাড়াবেন তিনি। এ তালিকায় রয়েছেন প্রায় ১৮ হাজার ভারতীয়। 

সোমবার (১৩ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আমেরিকার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সম্প্রতি ১৫ লাখ অবৈধ অভিবাসীর তালিকা করেছে বলে এক প্রতিবেদনে জানায়  ইন্ডিয়া টুডে। তালিকাটি গত মাসে প্রকাশ করা হয়। এতে ১৭ হাজার ৯৪০ জন ভারতীয় রয়েছেন। তারা সবাই অবৈধ।

এই তালিকা প্রকাশের আগে গত অক্টোবরে চার্টার্ড বিমান ভাড়া করে যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবৈধ ভারতীয় নাগরিকদের তাদের দেশে ফেরত পাঠিয়েছে ওয়াশিংটন।

ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) বলছে, গত তিন বছরে মার্কিন সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় প্রায় ৯০ হাজার ভারতীয় আটক হয়েছেন। এ সংকট নিয়ে ভারতের সঙ্গে কাজ করতে চাইছে আমেরিকা। কিন্তু ভারত তেমন সায় দিচ্ছে না। এ জন্য ভারতকে তালিকায় ‘অসহযোগী’ বলে উল্লেখ করা হয়।

অসহযোগী দেশ হিসেবে তালিকায় আরও রাখা হয়েছে ভুটান, মিয়ানমার, কিউবা, কঙ্গো, ইরিত্রিয়া, হংকং, ইরান, লাওস, পাকিস্তান, চীন, রাশিয়া, সোমালিয়া ও ভেনেজুয়েলা। 

ইন্ডিয়া টুডে বলছে,  সবচেয়ে বেশি অবৈধ অভিবাসী থাকা দেশগুলোর মধ্যে ভারত তৃতীয়। প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে মেক্সিকো ও এল সালভাদর। সম্প্রতি এই তালিকা প্রকাশ করেছে পিউ রিসার্চ সেন্টার।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের ২০ জানুয়ারি ক্ষমতায় বসতে যাচ্ছেন ট্রাম্প। এরপর প্রথমদিকেই অভিবাসন নীতিতে হাত দিতে পারেন তিনি। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence