ফারুকীর সিনেমা ‘৮৪০’ মুক্তি পাচ্ছে শুক্রবার, দেখে যা বললেন পাকিস্তানের হাইকমিশনার

সংস্কৃতি উপদেষ্টা  মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে স্বস্ত্রীক পাকিস্তানের হাইকমিশনার
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে স্বস্ত্রীক পাকিস্তানের হাইকমিশনার   © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সদ্যনির্মিত স্যাটায়ারধর্মী চলচ্চিত্র ‘৮৪০’ তথা ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’। রাজনীতি ও সমাজবাস্তবতাকে উপজীব্য করে নির্মিত এই চলচ্চিত্র মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে ও ওটিটি প্লাটফর্মে। আগামীকাল শুক্রবার দেখা যাবে চলচ্চিত্রটি।

মুক্তির আগে গতকাল বুধবার (১১ ডিসেম্বর) ঢাকার স্টার সিনেপ্লেক্সের এসকেএস টাওয়ার শাখায় প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে ছবিটি উপভোগ করেছেন পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। এসময় সঙ্গে ছিলেন তার স্ত্রী।

সিনেমাটি দেখে নিজের ভালোলাগার কথা প্রকাশ করেছেন সৈয়দ আহমেদ মারুফ। তিনি বলেন, ‘বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তাফা ফারুকীর সঙ্গে তার সিনেমা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’র প্রিমিয়ার শো দেখেছি। আমরা আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ ব্যাপক পরিসরে সাংস্কৃতিক বিনিময়, সিনেমা, নাটক, থিয়েটার, টিভি চ্যানেল নিয়ে কাজ করব।’ ফেসবুকে ফারুকীর সঙ্গে একটি ছবি পোস্ট করে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক মজবুত করার বার্তাও দিয়েছেন তিনি। 

এছাড়াও চলচ্চিত্রটি উপভোগ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, অভিনেতা নাসির উদ্দিন খান, ফজলুর রহমান বাবু, বিজরী বরকতুল্লাহ, নাদের চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, জাকিয়া বারী মম, প্রান্তর দস্তিদার, নির্মাতা রায়হান রাফী, মোহাম্মদ মোস্তাফ কামাল রাজ, শঙ্খ দাশগুপ্ত, অভিনেত্রী তাসনিয়া ফারিণ, সাদিয়া আয়মান সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা, জেফার রহমানসহ আরও অনেকে। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence