মার্কিন ৩ রণতরিতে হুতিদের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা

মার্কিন রণতরি
মার্কিন রণতরি  © সংগৃহীত

গাজায় ইসরায়েলি হামলার পর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের পক্ষে সমর্থন জানিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। এমনকি তারা লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হামলা চালিয়ে আসছে। এ জন্য ইসরায়েলের সহায়তায় এগিয়ে এসেছে মার্কিন রণতরি। এবার মার্কিন তিনটি রণতরিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা।

বুধবার (১৩ নভেম্বর) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের উপকূলে হুতিদের কাছ থেকে মার্কিন রণতরি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে। পেন্টাগনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

হুতিরা জানিয়েছে, তারা মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহম লিংকন ও দুটি ডেস্ট্রয়ারে হামলা চালিয়েছে।

পেন্টাগনের মুখপাত্র এয়ার ফোর্স মেজর জেনারেল পেট্রিক রিডার বলেন, মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বাব আল মান্দেব অতিক্রম করার সময় সফলভাবে হুতিদের একাধিক হামলা প্রতিহত করেছে। এ এলাকা লোহিত সাগরকে গালফ অব এডেনের সঙ্গে সংযুক্ত করেছে।

আরও পড়ুন: আজারবাইজান জলবায়ু সম্মেলনের বিরোধিতা করে গ্রেটা থুনবার্গের প্রতিবাদী মিছিল

এক সংবাদ সম্মেলনের রাইডার বলেস, মার্কিন ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী রণতরি ইউএসএস স্টকডেল এবং ইউএসএস স্প্রুয়েন্স কমপক্ষে ৮টি একমুখী আক্রমণকারী ড্রোন, ৫টি জাহাজবিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৩টি জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র দ্বারা আক্রান্ত হয়েছে। গোষ্ঠীটির ছোড়া এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। এতে মার্কিন নৌবাহিনীর কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি। এ ছাড়া এতে কোনো কর্মী আহত হয়নি।

তিনি আরও বলেন, মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে হামলার কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার হুতিরা জানায়, তারা আট ঘণ্টার ব্যবধানে মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে দুটি নির্দিষ্ট সামরিক নিশানায় অভিযান চালিয়েছে।

আরও পড়ুন: প্রথম দিনেই অভিবাসী তাড়ানোর মিশনে নামছেন ট্রাম্প, তালিকায় ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীরাও

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, সাগরে মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহামকে নিশানা করে প্রথমে বেশ কয়েকটি ক্রুজ মিসাইল এবং ড্রোন দিয়ে হামলা করা হয়েছে।

তিনি আরও বলেন, দ্বিতীয় অপারেশনে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে। এ হামলায় লোহিত সাগরে দুটি মার্কিন ডেস্ট্রয়ারকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এ ছাড়া এসব হামলা সফলভাবে লক্ষ্য অর্জন করেছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence