ইসরায়েলের বোমা হামলায় নিহত নাসরুল্লাহর অক্ষত মরদেহ উদ্ধার

  © সংগৃহীত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরাল্লাহর অক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। কখন এবং কোথায় তাকে দাফন করা হবে সে বিষয়ে কিছু জানা যায়নি। 

রোববার রাতে একটি প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, দেশটির মেডিকেল ও নিরাপত্তার একটি সূত্র হাসান নাসরাল্লাহর অক্ষত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।

গত শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতের দাহিয়েহতে ইসরাইলের বাঙ্কার ক্ষেপণাস্ত্র হামলায় ২০ জন হিজবুল্লাহ সদস্যসহ প্রাণ হারান নাসরাল্লাহ। যে অস্ত্র দিয়ে লেবাননে হামলা চালানো হয় তা যুক্তরাষ্ট্রের তৈরি বলে এক সিনেটর জানিয়েছেন।

লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন স্থানে অব্যাহত হামলায় নিহতের সংখ্যা প্রায় ১ হাজারে দাঁড়িয়েছে। অন্যদিকে, ইসরায়েল হিজবুল্লাহর চলমান অস্থির পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতসহ আশেপাশের দেশগুলো বৈরুতে বিমান চলাচল স্থগিত করেছে।


সর্বশেষ সংবাদ