হিজবুল্লাহ প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৯ PM , আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৯ PM
লেবাননের রাজধানী বৈরুতে অব্যাহত হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) হিজবুল্লাহর সদর দপ্তর লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় তারা। আর এই হামলাতেই নাসরুল্লাহ নিহত হয়েছে বলে জানানো হয়েছে। তবে এ বিষয়ে এখনও কোন মন্তব্য করেনি হিজবুল্লাহ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
এক বিবৃতিতে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী-আইডিএফ জানিয়েছে, তাদের হামলায় শুধু হিজবুল্লাহ প্রধানই নন বরং ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটির দক্ষিণ ফ্রন্টের কমান্ডারসহ অন্যান্য সিনিয়র নেতাও নিহত হয়েছে।
আইডিএফ আরও জানিয়েছে, বৈরুতের দাহিহ এলাকায় একটি আবাসিক ভবনের নীচে হিজবুল্লাহর কেন্দ্রীয় সদর দফতরে হামলা চালিয়েছে ইসরায়েলি ফাইটার জেট।