আয়নাঘরে বন্দীদের স্বজনের ছবি ‘সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ’ বলে প্রচার ভারতে
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০৮:৫১ AM , আপডেট: ১৫ আগস্ট ২০২৪, ০৮:৫৫ AM
সদ্য ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের আমলে গোপন বন্দিশালা ছিল ‘আয়নাঘর’। এতে বন্দী থাকা ব্যক্তিদের স্বজনেরা ছবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। তবে সে ছবি ‘সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ’ বলে প্রচার করেছে ভারতীয় গণমাধ্যম এএনআই।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এ সংক্রান্ত পোস্টে ছবিটি শেয়ার করে এএনআই লেখে, ‘সংখ্যালঘূ হিন্দু সম্প্রদায়ের সদস্যরা ঢাকার যমুনা গেস্ট হাউজের সামনে বিক্ষোভ করছেন।’ এ সংক্রান্ত নিউজের লিংকও প্রকাশ করা হয়। তবে পরে অবশ্য নিউজটি সরিয়ে নেওয়া হয়েছে।
আরো পড়ুন: ১৩ বছর আগে ভেরিফিকেশনে বাদ পড়া সাবিত এখন ক্যাডার, বললেন—‘যোগদান সম্ভব না’
ফ্যাক্টচেকার ও সাংবাদিক কদরুদ্দিন শিশির এ পোস্টের একটি স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, ভারতীয় সংবাদ সংস্থা এ এনআই ঢাকায় আনাঘরের বন্দীদের স্বজনের এক অবস্থান কর্মসূচিকে ‘সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিবাদ‘ হিসেবে প্রচার করেছে।
পোস্টটির আর্কাইভ লিংক দেখুন এখানে।