মদপান করে স্কুলে শিক্ষক, জুতো নিয়ে ধাওয়া ক্ষুদে শিক্ষার্থীদের

মাদকাসক্ত শিক্ষককে ধাওয়া করছে ক্ষুদে শিক্ষার্থীরা
মাদকাসক্ত শিক্ষককে ধাওয়া করছে ক্ষুদে শিক্ষার্থীরা  © আনন্দবাজার

মদপান করে স্কুলে ঢুকছিলেন শিক্ষক। জুতো নিয়ে তাড়া করল ক্ষুদে শিক্ষার্থীরা। প্রতিরোধের মুখে বাইকে চেপে চম্পট দিলেন শিক্ষক। ভারতের পশ্চিমবঙ্গের ছত্তীসগঢ়ের বস্তার জেলার পিলিভাট্টা প্রাথমিক বিদ্যালয়ের ঘটনাটি ঘটেছে। পুরো ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি ঘিরে সমাজমাধ্যমে রীতিমতো তোলপাড়ও শুরু হয়েছে।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, ওই শিক্ষক মত্ত অবস্থায় স্কুলে এসেছিলেন। অভিযোগ, প্রায়ই তিনি মদপান করে স্কুলে আসতেন। পড়ানোর পরিবর্তে চেয়ারে বসে ঘুমিয়ে পড়তেন। দীর্ঘদিন এ ভাবে চলার পরে রুখে দাঁড়ায় স্কুলেরই ক্ষুদে শিক্ষার্থীরা। চপ্পল নিয়ে তেড়ে যায় তাঁর দিকে। সে ভিডিও প্রকাশ্যে এসেছে।

আরো পড়ুন: যেভাবে ভারতে পালিয়েছেন আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গেছে, ওই শিক্ষক স্কুলে আসতেই জুতো হাতে তাঁর দিকে তেড়ে যায় পড়ুয়ারা। তাকে লক্ষ্য করে একের পর এক চপ্পল ছুড়তে থাকে তারা। হকচকিয়ে গিয়ে বাইকে চড়ে তাড়াহুড়ো করে স্কুল থেকে বেরিয়ে যান মত্ত শিক্ষক। শিক্ষার্থীরাও তাঁর বাইকের পিছু পিছু ছুটে যায়।

হাজার হাজার মানুষ ইতিমধ্যেই ভাইরাল ভিডিওটি দেখেছেন। অনেকে প্রতিক্রিয়াও জানিয়েছেন। উল্লেখ্য, গত মার্চ মাসে ঘটনাটির ভিডিও প্রথম প্রকাশ্যে আসে। সম্প্রতি সেটি আবার ভাইরাল হয়েছে বলে খবরে জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ