নিট ভর্তি পরীক্ষায় ৬৭ জন ছিলেন শীর্ষে, রি-টেস্টে হলো ৬১

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবি উঠেছিল
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবি উঠেছিল  © ফাইল ছবি

বিতর্কের পর প্রকাশিত হয়েছে ভারতের মেডিকেল ভর্তির নিট রি-টেস্টের ফলাফল। গত ২৩ জুন ১ হাজার ৫৬৩ জন পরীক্ষার্থীর ফের পরীক্ষা নেওয়া হয়। তারা আগের ৫ মে’র পরীক্ষায় গ্রেস মার্কস পেয়েছিলেন। বিতর্কের মধ্যে সুপ্রিম নির্দেশে তাদের গ্রেস মার্কস বাদ যায়। তারপর তাদের ফের পরীক্ষার ব্যবস্থা করা হয়। এবার ফল বেরোতেই দেখা যায়, টপারের সংখ্যা কমেছে। 

জিনিউজের খবরে বলা হয়েছে, নিট রি-টেস্টের ফলে দেখা গেছে, ৫ মে’র পরীক্ষায় টপার হওয়া পাঁচজন আর শীর্ষে নেই। আগের বার অল ইন্ডিয়া মেধাতালিকায় ৬৭ জন টপার হয়েছিলেন। রি-টেস্টের পর টপারের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬১ জনে। গত ২৩ জুন ১ হাজার ৫৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৮১৩ জন পরীক্ষায় বসেছিলেন। বাকি ৭৫০ জন গরহাজির থাকেন। দেরিতে পরীক্ষা শুরু হয়েছে, এ যুক্তিতেই ৫ মে’র নিট পরীক্ষার্থীদের অতিরিক্তি নম্বর দেওয়া হয়েছিল মেঘালয়, হরিয়ানা, চণ্ডীগড়, গুজরাত ও ছত্তীসগঢ়ের ছয়টি কেন্দ্রে। 

রি-টেস্টের দিন দেখা যায়, চণ্ডীগড় কেন্দ্রের দুই পরীক্ষার্থীই অনুপস্থিত। ছত্তীসগঢ়ে ৬০২ জনের মধ্যে ২৯১ জন পরীক্ষা দেন। হরিয়ানার দু’টি কেন্দ্র মিলিয়ে ৪৯৪ জনের মধ্যে ফের পরীক্ষায় বসেন ২৮৭ জন। মেঘালয়ের ৪৬৪ জনের মধ্যে বসেন ২৩৪ জন পরীক্ষার্থী। আর গুজরাতে পরীক্ষায় বসেন একজন। এখন ৭২০ নম্বরের মধ্যে ৭২০ পাওয়া ছয় পরীক্ষার্থীর ভেতর পাঁচজন আবার পরীক্ষায় বসেন। তাঁরা কেউই আর টপার হতে পারেননি। তারা ৬৮০-এর বেশি নম্বর পেয়েছেন।

আরো পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষা বন্ধ, তবে কলেজগুলোতে চলবে ক্লাস-পরীক্ষা

উল্লেখ্য, আগামী ৬ জুলাই থেকে নিট ইউজির-২০২৪ এর কাউন্সেলিং প্রক্রিয়া শুরুর কথা রয়েছে। ইতিমধ্যেই বিতর্কের কারণে নিট বাতিলের দাবিতে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি দিয়েছেন বিরোধীরা। চাপের মুখে সরানো হয়েছে এনটিএ চেয়ারম্যানকেও। প্রশ্নফাঁসকাণ্ডের তদন্ত করছে সিবিআই। নিট কেলেঙ্কারিতে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন ১০ জন। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence