গরমের ছুটিতেও স্কুলে থাকতে হবে বিহারের স্কুলশিক্ষকদের

বিহারের স্কুলে গরমের ছুটি শুরু হয়েছে
বিহারের স্কুলে গরমের ছুটি শুরু হয়েছে  © হিন্দুস্তান টাইমস

পূর্ব ভারত জুড়ে চলছে তীব্র দাবদাহ। এ আবহে পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে আবার আরেক রাজ্যে সরকারি স্কুলের শিক্ষকদের গরমের ছুটিতেও স্কুলে আসা বাধ্যতামূলক করা হয়েছে। রাজ্য শিক্ষা দফতর এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।

বাংলায় তীব্র তাপপ্রবাহের আবহে ২২ এপ্রিল থেকে গরমের ছুটি শুরু হচ্ছে। এমন সময়ে দেশটির বিহার রাজ্যে সরকারি স্কুলের শিক্ষকদের ছুটিতেও স্কুলে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে গত ১৫ এপ্রিলই গরমের ছুটি শুরু হয়েছে। তবে সরকারি শিক্ষকদের সে ছুটি ভোগ করার সুযোগ নেই। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শিক্ষা দফতরের অতিরিক্ত মুখ্য সচিব কে কে পাঠকের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, শিক্ষকদের গ্রীষ্মের ছুটিতে স্কুলে আসতে হবে। নির্দেশিকা অনুযায়ী, স্কুলের যে সব শিক্ষার্থী পড়াশোনায় দুর্বল, তাদের বিশেষ ক্লাস নিতে হবে শিক্ষকদের।  

আরো পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বৃদ্ধির দাবি, দুই মন্ত্রণালয় থেকে যা জানা গেল

গ্রীষ্মের ছুটি চলাকালীন বিশেষ ক্লাস চলবে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত। এ সময়কালে সংশ্লিষ্ট সরকারি স্কুলের সব শিক্ষককে স্কুলে থাকতে হবে। বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য এবং অনুপস্থিত শিক্ষার্থীদের প্রতিদিন বিশেষ ক্লাস করতে স্কুলে আসতে হবে।  

অন্য কোনও শিক্ষার্থী যদি স্পেশাল ক্লাসে আসতে চায়, তারাও ক্লাস করতে পারে। বিশেষ ক্লাস শেষে শিশুদের পরীক্ষার ব্যবস্থা করতে হবে। এ নির্দেশিকা মানা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে ব্লক শিক্ষা কর্মকর্তাদের কমপক্ষে ১০টি স্কুল পরিদর্শন করতে হবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ